![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমু এরশাদ যদি টাউট বাটপার হয় তাহলে এই টাউটকে কাছে পাবার জন্য যারা তার বনানীর বাসার ক্রমাগত যাতায়ত করেছিলেন তারা কি?
ডাক্তার -ডক্টর- অধ্যাপক মীর্জা কে যায়নি তার বাসায়? বাটপারের শরবত খেয়েছিলেন আমাদের হেফাজত এবং এখনো বেহেস্তী ফুঁ দিয়ে চলেছেন আমাদের আল্লামা শফি । ব্যাপারটা হলো আমার দলের দিকে না আসলে স্বৈরাচার অথবা রাজাকার আর আমার দিকে আসলে মুখে শুধু স্কচ টেপ।
পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নাই এ কথা বলার পর অনেকেই এ কথার পল্টি মেরেছেন এবং এখন অনেক মানুষকেই নিরপেক্ষ মনে হওয়াটাও এক ধরনের বাটপারি।
তত্বাবধায়ক সময়ের আবর্তে চাওয়া না চাওয়া এবং এতে করে ব্যাপক প্রাণহানি সেটাও বাটপারি দুই তরফেই।
সংলাপের উদ্যোগের আল্টিমেটাম এর মধ্যে ফোন করার পরও হরতাল না প্রত্যাহার সেটাও বাটপারি।
ভারত সফর পরবর্তী জামাত থেকে দুরে দুরে থাকা এবং সিঙ্গাপুর থেকে ফিরে জামাতকে বুকে টেনে নেওয়াটাও এক ধরনের বাটপারি।
যুদ্ধাপরাধীর বিচার চাই এটা বলার পর- ক্ষমতায় গেলে চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হবে সেটাও বাটপারি।
জে এস সি পরীক্ষার হরতাল মাফ নাই কিন্তু এ লেভেল ও লেভেল পরীক্ষায় হরতাল মাফ আছে সেটাও বাটপারী।
নিশা দেশাইর জন্য হরতাল মওকুফ কিন্তু ১৬ কোটি জনগনের জন্য মওকুফ না করাটা বাটপারি।
আমেরিকান এম্বেসির গাড়ি ভাঙ্গার জন্য জামাতের ক্ষমা চাওয়া এবং ক্ষতিপুরণ দেওয়ার কথা বলা এবং দেশের নিরিহ জনগনের গাড়ি পুড়ালে হাসিতে ফেটে পড়া বাটপারি।
গাড়ি পুড়িয়ে আমরা গাড়ি পুড়াই না সেটা বলাও জঘন্য বাটপারি।
রানা প্লাজার খতর নাক রানা আমার দলের নয় বলাটাও বাটপারি।
এই রকম ভুরি ভুরি বাটপারির উদাহরণ আমাদের দেশে আছে ।
দুই দলের মেনিফেস্টুকে ১০ ভাগ ও পুরণ না করে ক্ষমতা ত্যাগ বাটপারি।
নিজের জন্ম দিন নিয়ে এক এক সময় এক একটা তথ্য দেয়া সেটাও বাটপারি।
কোকোর সাজা হলে আদালত নিরপেক্ষ নয় এবং তারেকের খালাস হলে আদালত নিরপেক্ষ বলাটা ও বাটপারি।
তাই এরশাদকে একা বাটপার বললে বাটপারদের অপমান হবে।
মাহি বি চৌধুরী প্রায় সময় টক শোতে বিএনপির সাথে জামাতের জোট নিয়ে অভিযোগের কথা উঠলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতো আওয়ামীলীগের সাথে স্বৈরাচার এরশাদ আছে। তার এই কথায় বাতাস দিত শেখ হেলালের মেয়ের জামাই নাজিউর পুত্র এবং সততার সোল এজেন্ট পার্থ।
কিন্তু মাহি বি এবং তার পিতা এত ঘন ঘন এরাশাদের বানানীর বাসায় কেন?
আর বঙ্গবীরের বীরত্বও এখন এরশাদ ছাড়া চলে না?
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
অেসন বলেছেন: এরশাদ যদি স্বৈরাচার হয় তাহলে জিয়াউর রহমান কি ছিল?
জিয়াউর রহমান এর দল বিএনপির কেউ যদি এরশাদকে স্বৈরাচার বলে
তাহলে সেটাও বাটপারি।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তবে দুঃখ এই যে মহান নেতা তিনি সকালে এক কথা বলেন আর বিকেলে আরেক কথা । এই জন্য হয়তো তিনি বাংলার মানুষের কাছে চিরদিন স্বরণীয় হয়ে থাকবেন আমাদের এক্স প্রিসেডেন্ট জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব। ওনাকে যে দোওয়া দিয়েছেন হুজুর শফী সাহেব তাতেত একটু সফলতা চাই তাই না।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
শাহীন উল্লাহ বলেছেন: ভালোই প্রতিদান দিলেন এরশাদ সাহেব---
৮৬ এ এ্ইরকম ফেভার পেয়েছিলেন তিনি যার কারনে নয় বছর ছিলেন, আর আজ তার প্রতিদান দিলেন !!!!
৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
ম্যাংগো পিপল বলেছেন: লেজেহোমো -র বেহায়াপানা, নির্লজ্জতা, আর পল্টিবাজির সাথে অন্য কোন মনুষের তুলনা করা ! আর তেলাপোকার সাথে পাখির তুলনা করা একই কথা।
আসেন সবাই বিশ্ব বেহায়ার মুখে থুথু দেই ( এটা তার আবদার, আমার ইচ্ছায় না )
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
দিশার বলেছেন: ভালো বলেছেন ভালো বলেছেন