![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফখরুল সাহেব নিজেই স্বীকার করলেন বাস ভাঙ্গে আসলে তারাই-
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘দু-একটা বাস ভাঙলে হবে না। ছাত্রদলের হাজার-হাজার নেতা-কর্মীকে রাস্তায় নেমে আসতে হবে।’
আজ বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির অনেক নেতা কারাগারে। ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার। এ অবস্থায় ছাত্রদলের নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারে না। তাঁদের বিক্ষোভে ফেটে পড়তে হবে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সংগঠন নেই, সেখানে সংগঠন তৈরি করা এবং যেখানে আছে, সেখানে সংগঠনকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন মির্জা ফখরুল। একই সঙ্গে ‘উত্তর-দক্ষিণ ভাইয়ের নামে’ স্লোগান না দিয়ে গণতন্ত্র রক্ষার স্লোগান দেওয়ার জন্য তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানান।
বিস্তারিত-
পাঠক মন্তব্য: আপনার নিজের পোলা মেয়ে কেউ কি আছে? দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন? তাহারাও কি বিক্ষোভে ফেটে পড়বে না? ওহ !না তারাতো বড় লোকের পোলা মাইয়া তারা রাস্তায় নামব কেন?
২| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
সুস্মিতা শ্যামা বলেছেন: খুব ভাল লিখেছেন।
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
সুস্মিতা শ্যামা বলেছেন: ভাল কথা, ভাইয়া। কেমন আছেন? আমাকে চিনতে পারছেন কীনা সেটাও অবশ্য একটা বড় প্রশ্ন।
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
আশমএরশাদ বলেছেন: @ সুস্মিতা শ্যামা
না চিনারতো কথা না।
ভালো আছেন নিশ্চয়?
https://www.facebook.com/asm.arshad
৫| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
জনাব মাহাবুব বলেছেন: উনি আর কি কি বললেন, কি কি দোষ স্বীকার করলেন এটা নিয়া একটা মেগা পোষ্ট দিয়া ফালান।
দেখবেন সব ভোট নৌকায় যাইবো।
৬| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
দিশার বলেছেন: আপনার নিজের পোলা মেয়ে কেউ কি আছে? দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন? তাহারাও কি বিক্ষোভে ফেটে পড়বে না? ওহ !না তারাতো বড় লোকের পোলা মাইয়া তারা রাস্তায় নামব কেন?
৭| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
এই আমি সেই আমি বলেছেন: ফখরুল সাহেব বোধহয় ফ্রুটিকা খেয়েছিলেন । তাই বাস পোড়াবার কথা স্বীকার করলেন । উনাকে আরও বেশী বেশী ফ্রুটিকা খাওয়ানো হোক তাহলে উনি বোমা ফাটানো , বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানো এ গুলির কথাও স্বীকার করবেন ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
ওপেস্ট বলেছেন: ও মা , তাই বুঝি