নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

বাবু নগরী ও শফি হুজুর দয়া করে আপনাদের বদদোয়া তুলে নিন। এরশাদরে নিয়া যারা এত দিন রঙ্গ করলেন তারা আজকে তাকে মাথায় তুলে নৃত্য করছেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

বাবু নগরী ও শফি হুজুর দয়া করে আপনাদের বদদোয়া তুলে নিন।

বুঝতে পারছি না আপনারা দোয়া দিয়েছিলেন নাকি সহী বদদোয়া দিয়ে দিলেন।

যা হোক এরশাদকে যারা আগে বাটপার কইয়া কয়েকদিন আগে গলা ফাটাইলেন তারা দেখি আজকে তারে কোলে নিয়া লাফাইতেছেন। এখানেই বড় দল গুলার রাজনীতির দৈন্যতা প্রকট। এরশাদ জামাত ফেক্টর ক্ষমতায় থাকা এবং না থাকার। ক্ষমতা থেকে টেনে নামাতেও লাগে জামাতের মত রাজাকারের দলকে আবার ক্ষমতা পাকাপোক্ত করতেও লাগে স্বৈরাচারকে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

নয়ামুখ বলেছেন: এতো চিন্তা করেন কেনো ভাইজান ? আজ রাতের মধ্যেই ভারতীয় রাস্ট্রদূত এরশাদ চাচার সাথে দেখা করবেন । আর নাহলে হয় শেখ হাসিনা চাচাকে দাওয়াত দিয়ে চা খাওয়াবেন। কাল সকালের আগেই জানতে পারবেন আমাদের চাচা নির্বাচন বর্জন করেননি। নির্বাচনের পরিবেশও ঠিক আছে ।

বেকার চিন্তা করে ঘুম নস্ট করবেন না।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

আশমএরশাদ বলেছেন: কালকে এরশাদ কইবো আমিতো বলেছি : নির্বাসনে যাবো না। কিন্তু সাংবাদিকরা লিখছে "নির্বাচন" যাষ্ট টাইপিং মিসটেক ব্রাদার। (আইডিয়া ফ্রম পিয়াল।)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

হেডস্যার বলেছেন:
ভালো কইছেন।
এরশাদ বিশ্বাসঘাতক...পল্টিবাজ...হ্যান ত্যান বইলা যারা চিল্লাইছে এখন তারা পারলে এরশাদের পুন্দে চুম্মা দেয় আরকি !!

শালা সব বাঞ্চোত।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

প্রত্যাবর্তন@ বলেছেন: হেডস্যার বলেছেন:
এরশাদ বিশ্বাসঘাতক...পল্টিবাজ...হ্যান ত্যান বইলা যারা চিল্লাইছে এখন তারা পারলে এরশাদের পুন্দে চুম্মা দেয় আরকি !!


জটিল হইসে ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

মো: খায়রুল বাসার বলেছেন: এরশাদ যা বলেছেন, ঠিক বলেছেন । সবাইকে নিয়ে ইলেক্শন করা উচিত । এবার শুধু মেরুদন্ড সোজা ও শক্ত করুন । তা না হলে দেশ রসাতলে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.