![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির এক দোস্ত রাগের সুরে বলিল- বিরোধীদল দমনে এখন যা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসিলে এর দ্বি-গুন দমন পীড়ন চালানো হবে আওয়ামীলীগের উপ্রে। তার রাগের মাত্রা কমিলে আস্তে আস্তে বলিলাম ভাই তার মানে এখন সিঙ্গেল বেগে চলছে-সামনে ডবল বেগে চলিবে। সে সম্মতির সুরে "হ" বলিল এবং জানাইলো বিএনপিতো আওয়ামীলীগকে মারিবে মারিবে- জামাতের মাইরও একটা মাটিতে পড়বে না। আমি তারে বললাম সিঙ্গেল দমন পীড়নে যদি আমাদের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গণতন্ত্র ধুলাবালিতে গড়াগড়ি খায় তাহলে ডাবল দমন পিড়নে যে আমাদের নিঃশ্বাস নাভির উপরে উঠিয়া গলায় আটকে যাবে!!! বলিলাম তাহলে বিএনপি ক্ষমতায় আসিলে গণতন্ত্রের এখন যা চলছে তার চেয়ে দ্বি-গুন খারাপ হবে?
তাহলে কোন দুঃখে আমরা সিঙ্গেল খারাপ থেকে ডবল খারাপে যাইবো?
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬
লোপা এসহক বলেছেন:
ডবল খারাপে যেতে চাই না।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
আশমএরশাদ বলেছেন: হ্যাঁ সেটাই
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
HHH বলেছেন: যেদিন নিরপেক্ষ নির্বাচন হবে, তারপর দিন থেকেই বুঝবেন কোন দিকে যেতে হবে।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
এম আর ইকবাল বলেছেন:
তাহলে কোন দুঃখে আমরা সিঙ্গেল খারাপ থেকে ডবল খারাপে যাইবো?
প্রবাদ আছে,
যায় দিন ভালো ,
আসে দিন খারাপ ।
তবে সব কিছুরই একটা শেষ আছে ।