নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

আল্লাহমা শফি সড়ক পথে গাড়ি নিয়ে ঢাকা আসলে "অবরোধের" কি হতো? অবরোধ কি শুধু সাধারণ মানুষের জন্য?

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

রাম লীলা ,ধুম-৩ দেখতে থাকা বিএনপির অবরোধ ডাকা নেতা কর্মীরা অবরোধ এবং আন্দোলনটাকেই পানসে বানিয়ে ছেড়ে দিলেন। জামাত যদি এই আন্দোলনে কম অংশ নিতো তাহলে এই আন্দোলন যে কোথায় গিয়ে ঠেকতো আল্লাহই জানেন। আর আন্দোলন কেন বলছি এটাতো একটা সহিংসতা । শর্টকার্ট পদ্ধতিতে দু একটা ককটেল এবং বোমা ফাটিয়ে এবং গাড়িতে চুরা গুপ্তা আগুন লাগিয়ে মানুষকে ভয়ে রাখা হয়েছে মাত্র। ঢাকায়তো কিছু করতে পারছে না যা সামান্য কিছু করতে পারছে ঐ গ্রামের সাধারণ মানুষের উপর।

পত্রিকার খবর অনুযায়ী আল্লামা শফি সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। ভাগ্যিস পুলিশ তাদেরকে নিরাপত্তার কথা তুলে ফেরত পাঠিয়েছেন না হলে অবরোধটা প্রশ্ন বিদ্ধ হয়ে যেত। তিনি যদি গাড়ি চালিয়ে হাইওয়ে ধরে ঢাকা পৌঁছাতেন তাহলে ধরে নেয়া যেত:



@অবরোধ ডাকাটা নামেই আছে।

@শফি সাহেবের সাথে ১৮ দলীর জোটের প্রকাশ্য যোগাযোগটা প্রমানীত হয়ে যেত।

কারণ শফি সাহেবের জন্য অবরোধ হালকা এই ঘোষণা আটারদল দেয় নাই। আমাদের গাড়িকে বাঁধা দিলে তার গাড়িও বাঁধার মধ্যে পড়বে।



অবরোধের মধ্যে গাড়ি চালিয়ে গুলশান গিয়েছিলেন কাদের সিদ্দিকী প্রশ্ন করা হলে তিনি নিজের গাড়ির সাথে ফায়ার ব্রিগেড়ের গাড়ির সমান তুলনা দেন।

মনে প্রশ্ন জাগে আপনারা চলা ফেরা করতে পারেন যুক্তিও আছে আপনাদের কিন্তু অপরাধ করেছি আমরা সাধারণ জনগণ। আমাদের চলা ফেরাতেই যত বাঁধা?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

েফরারী এই মনটা আমার বলেছেন: এক নাম্বার ভন্ড ও ধর্মব্যবসায়ি

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

েফরারী এই মনটা আমার বলেছেন: এক নাম্বার ভন্ড ও ধর্মব্যবসায়ি

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

সাইবার অভিযত্রী বলেছেন: অবশেষে আবিষ্কার আল্লামা শফী রাজাকার !
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.