![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তবর্ণের উচ্চারণ গত বাঁধা ডিঙ্গাতে না পারলে আন্দোলনের প্রতিপক্ষের বাঁধা কিভাবে ডিঙ্গানো যাবে? যে কোন আন্দোলনেই প্রতিপক্ষ নিশ্চয় জামাই আদর করে না। আন্দোলনের ডাক দিতে যে দরাজ এবং আত্মবিশ্বাসপুর্ণ কন্ঠস্বর সেটা পাওয়া যায়নি বরং পাওয়া গিয়েছে কাঁপা কাঁপা গলায় কিছু শব্দের উচ্চারণ। পুরা লাইনের আবেদন পাঠক নগদে পায়নি । তার উচ্চারিত শব্দ গুলাকে শ্রোতাদেরকেই জোড়া দিয়ে অর্থবোধক করতে হয়েছে। লিখিত ভাষণ যদি সুললিত এবং সুপঠিত না হয় তাহলে সে ভাষণে প্রাণ থাকে না । কথা গুলো নেত্রীর নিজের নয় এমন ভেবে শ্রোতারা নেপথ্যে লিখকের নাম খুঁজবেন সেটাই স্বাভাবিক। লিখিত ভাষণ গুলাতে যুক্ত বর্ণের আধিক্য ভবিষ্যতে পরিহার করা উচিত। প্রতিটা যুক্তবর্ণের শব্দের উচ্চারণে ব্যাক গিয়ারে(দ্বৈত) উচ্চারণ শ্রবণকটু হয়েছে।
আফসুস: যে সাংবাদিক সম্মেলনে গণতন্ত্রের অভিযাত্রার কথা বলা হয় সে সম্মেলনে সাংবাদিকদের একটা প্রশ্নের ও সুযোগ নেই: সাংবাদিকদের জন্য ১ মিনিটও বরাদ্দ নেই। সেখানে কি করে গণতন্ত্র জন্ম নিবে?
বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য শুনার পর আমার প্রতিক্রিয়া।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
পেইচিং বলেছেন: খালেদা জিয়ার উচ্চারণ আমাকে হতাশ করেছে। অন্দরমহলে হলেও বাংলা উচ্চারণটা একটু শিখে নিলে ভালো হয়। ইংরেজি দরকার নাই।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাষনে (ভাষণে), উচ্ছারণ (উচ্চারণ), বাঁধা (বাধা) ইত্যাদি। ভাই নিজের লেখাটা আগে ঠিক করে নিন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: লগি বৈঠার মত ডাক দেওয়া উচিত ছিল...