![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়া রাগের স্বরে প্রেসের সামনে যে কথা গুলো বললেন তা শুনে বেশ অবাক হলাম। আমি স্বীকার করছি তার রাগার যথেষ্ট কারণ আছে। রাগের মধ্যে এবং হাসির মধ্যেই একজন মানুষকে ভালোভাবে জানা যায়। তখনই একজন মানুষের ভেতরের রূপ ফুটে উঠে। খালেদা জিয়ার ভেতরেও যে প্রতিহিংসা গুমরে কেঁদে উঠছে তাই আমরা প্রত্যক্ষ করলাম। মানে এটাই: উনিও তাদেরকে চোখের পানি আর নাকের পানি এক করবেন। আমার কাছে উনার যে জিনিসটাকে খুব খারাপ লাগলো তাহলো: পেশাকে ছোট করে দেখা। পরিচিত জনের কাছ থেকে আগে জানলেও খুব একটা বিশ্বাস করতাম না উনি অহংকারী। উনি খুব একটা খেয়াল করেন না বাড়িতে কে কাজ করছে: তার নাম কি: বা গেইটে কে দায়িত্ব পালন করছে: সে খেয়েছে কিনা এসব। বিপরীতে শেখ হাসিনা নাকি বাসায় ঢুকতে এবং বের হতে গার্ডদের নাম ধরে ডাকেন: খেয়েছে কিনা জিজ্ঞাসা করেন।
মেজরের বউ থেকে রাজনীতিতে এসেছেন তাও কম দিনের নয়। কিন্তু তিনি এখনো মনে হয় "ব্লাডি সিভিলিয়ান" থিওরী থেকে খুব একটা বের হতে পারেন নি। একজন সাবেক প্রধানমন্ত্রী পুলিশকে যে ভাষায় কথা বলেছেন সেটা খুবই বেদনাদায়ক। পুলিশ কনষ্টেবলরা না হয় ছোট চাকুরী করে তাই বলে তাদেরকে এমন ধমক? যোগাযোগ মন্ত্রী ওবায়দুল হক এই রকম ভাবে কর্মচারিদের প্রেসের সামনে নাজেহাল করতেন তখনো আমি কষ্ট পেয়েছি। মানুষের ব্যবহার কতটা ভালো সেটার মাপকাঠি হলো -তিনি তার সিনিয়রদের সাথে বা ধনীদের সাথে কি রকম ব্যবহার করেন সেটার উপরে নয় , তিনি তার অধস্তন অথবা গরীবের সাথে কেমন ব্যবহার করেন তার উপর। তিনি নিজেই স্বীকার করেছেন পুলিশরা আসলে ভিক্টিম। তাদের চাকুরী বাঁচাতেই তারা উপরের নির্দেশ পালন করে। তার দুই আমলেই একই কাজ করতে হয়েছে পুলিশকে।
খালেদা জিয়াও জানেন কেউ বুঁকের পাঠা দেখাতে তার বিরুদ্ধে যায়নি। বাংলাদেশে কেউ এতটা বুকের পাঠা তৈরী করে নাই যে খালেদা হাসিনার বিরুদ্ধে সরাসরি কোন কিছু করবে। উনারাই বাংলাদেশের সবচেয়ে বড় দায়াময়ী উনারাই সবচেয়ে গড় মাদার। পুলিশের মেয়েটিও জানেন কয়েকদিন পরেই উনি প্রধানমন্ত্রী হতে পারেন। তাই তিনি চরম অপমান সহ্য করেছেন এমনকি নিজ জেলা তথা মাতৃ জেলার নামে কেউ কিছু বললে সেও প্রভুকড হতে পারেন। দ্বিতীয় বারের মত তিনি উচ্চারণ করলেন বেয়াদব শব্দটি। আরেকবার সংসদে উচ্চারণ করে সমালোচনার মধ্যে পড়েছিলেন। এর আগে শেখ হাসিনার সাথে ফোনালাপেও আমরা বুঝতে পেরেছিলাম হাসিনার থেকে খালেদা জিয়া মোঠেই কম নন। আরেকটা ব্যাপার হলো শেখ হাসিনা অপ্রস্তুত অবস্থায় বেশী বার প্রেস ফেস করেন ।আনুপাতিক হারে খালেদা জিয়া খুব কম প্রেস ফেস করেন যার কারণে মনে হওয়া স্বাভাবিক হাসিনা বেশী মুখরা অথবা বেশী বেফাঁস কথা বলেন। কিন্তু আপনারা দেখুন যতবারই খালেদা জিয়া লিখিত বক্তব্যের বাইরে বক্তব্য রেখেছেন তত বারই বেঁফাস কথা এবং দম্ভ এবং অহংকার প্রকাশ করেছেন। তারপরে আমি মানুষের যে পারসেপশন সেটাকে শ্রদ্ধা করে বলবো শেখ হাসিনার থেকে উনি কম বলেন। শেখ হাসিনার সাথে খালেদার তফাৎ আকাশ পাতাল নয় উনিশ বিশ হতে পারে।
আমার অবাক হবার অন্য কারণ গুলা হলো- একটি জেলা সম্পর্কে উনি যে ভাষায় কথা (গোপালী)বলেছেন সেটা আগামীর একজন প্রধানমন্ত্রী হিসাবে বেশ আশংকার। বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য যেখানে আমরা শেখ হাসিনার সমালোচনা করছি সেখানে তিনি একটি জেলার নাম পরিবর্তন কর ফেলবে ? আমি ধরে নিলাম সেটা তার রাগের কারণে বলা সেটা তিনি কখনো করবেন বলে মনে হয় না। কিন্তু এটা না করলেও আমরা যে আগামী বছর গুলাতে প্রতিহিংসার আগুনের বলি হবো সেটাতে কোন সন্দেহ নাই।
আমি একজন আওয়ামী সমর্থক বলেই কিনা জানিনা আমার কাছে তার ভাষণটি বেশ পীড়া দায়ক হয়েছে । আমি মাইনাস টু ফর্মুলা তথা বিরাজনীতির পক্ষে নই। কিন্তু মনে মনে বলি দু নেত্রীর ক্ষোভের আগুনেই কি জ্বলছে বাংলাদেশ তার মানুষ তার গরু মহিষ?
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮
আশাফ আনিস বলেছেন: বাংলাদেশে কেউ এতটা বুকের পাঠা তৈরী করে নাই যে খালেদা হাসিনার বিরুদ্ধে সরাসরি কোন কিছু করবে।
আমার প্রশ্ন হইল , কেউ করতে চায় ??
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১
জহির উদদীন বলেছেন: দলকানা দলদাসদের জয় হউক.....
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
দখিনা বাতাস বলেছেন: এই বেটির মাথা খারাপ হইয়া গেছে। আগে টেলিফোন সংলাপের সময় মনে হইছে মাথা গরম কিন্তু আজকে মনে হইতাছে ওর মাথা খারাপ হইয়া গেছে কাদের মো্ল্লারে বাচাইতে না পাইরা
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
ফোর টোয়েনটি বলেছেন:
***র পোলারা...
মানুষ মরেছে, চুপ থেকেছে!!
নাশকতা হয়নাই, ***য়া গরম হয়ে গেছে!!!!
.
.
.
দোষ দেয়ার তো কিছুই নাই, তাই কারে কি কইছে সেটার ফোকাস দিতে চাচ্ছেন!!!!
আজকে জাতীয় পতাকার অবমাননা হয় নাই???
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আদালত ও একদিন আজকের প্রধান মন্ত্রির কথার উপর মন্তব্য করেছিলেন। আম জনতা মনে করতেন পাগল হয়ে গেছেন তা সত্যি কিনা কে জানে।এখনত মাঝে মধ্যে তাই মনে হয়।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
আশমএরশাদ বলেছেন: Anis Alamgir
আমার ক্লাসে মেয়েদের কিচিরমিচির শুনে ক'দিন আগে তােদরকে অভিযুক্ত করে বলি, ৩টা মেয়ে এক হলে হাট। তারা আমাকে চেঁচিয়ে বললো, স্যার জেন্ডার ডিসক্রেইমিনেইশন চলবে না!
আজ যে দেখলাম, বেগম জিয়া তার বাসার সামনে মহিলা পুলিশদের চেঁচিয়ে বললেন, এই মেয়েরা এতকথা বল কেন, চুপ থাকো, কিসের জন্য এতোকথা বল, একদম চুপ, বেয়াদপ কোথাকার...!
বেগম জিয়া আরেকজনকে বললেন, এই যে মহিলা বাড়ি কই, গোপালী?... গোপালগঞ্জ আর থাকবে না।
-আমি আগের মতেই আছি--মেয়েরা আসলে বেশি কথা বলে--পুলিশ হোক আর চোরনী হোক। নেত্রী হোক আর ছাত্রী হোক!
খালেদার বক্তব্যে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়
http://www.priyo.com/2013/12/29/n47140.html
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
বিশ্বাস করি 1971-এ বলেছেন: লেখক এনজন নিউট্রাল লিংগের মানুষ! উনি পুরুষ হিসেবে একজন মেয়ের অবতার ব্যবহার করেন। তাই ওনার সব আবুলীয় মন্তব্যকে ক্ষমাচোখে দেখার অনুরোধ করছি সব ব্লগারকে।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২
বাংলার আকাশ বলেছেন: agreed. ajker pulish awamilig er gunda holeo or to job kore !
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
~*~নির্ঘুম~*~ বলেছেন: আপনার সোনার ছেলেরা যে ..ঙ্গ প্রদর্শন করলো সেইটা নিয়া কিছু লেখেন ,নাকি এইটাও আপনাদের স্বপ্ন ছিল
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯
গুগলরকস বলেছেন: অহংকার পতনের মূল। শেখ হাসিনা এমন না। তিনি নিজে তার ছেলের জন্য রান্না করেন। পারতেন না ঝাড়ি মাইরা বা কিনে এনে জন্মদিনে খাওয়াতে?
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২
মেনন আহমেদ বলেছেন: ভুদাইয়ের মতো পোষ্ট দেন ক্যরে ভাই
মানুষ হোন
মানবিকতা না থাকলে সে আবার মানুষ হয় ক্যমতে!!!
আমলীগের অন্ধ ভক্ত হইয়া বিবেক মানবতা সবই বিসর্জন দিয়ালাইছেন???
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: your inner sight is quite clear and written in details. thanks.
but no pleasure day, moody day today.
day is for anxiety for lust of power.
so, let claim the government not handle the matter in good shape, blaim the government for safely of mojor people, soverignty of movement of mass people hampered.
"FUL KHELBAR DIN NOY ODDO"
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
মামুন রশিদ বলেছেন: ভুলে যাবেন না তিনি একজন জেনারেলের স্ত্রী । 'বাটম্যান কালচার আর ব্লাডি সিভিলিয়ান' মানসিকতা ছেড়ে দেয়া এত সহজ নয়!
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আপোষহীন নেত্রী রাগের মাথায় সত্য কথাই বলেছেন, বিডিআরের অফিসারদের হত্যা করা হয়েছে। আলেমদের হত্যা করা হয়েছে। এসব কী এমনি যাবে। কোনো কিছুই বৃথা যাবে না। এখন সারাদেশের মানুষ কাঁদছে। এই মা-বোনের কান্না, আলেমদের কান্না, বিডিআরের স্বজনদের কান্না, নিহতদের স্বজনদের কান্না—এগুলোর কোনোটাই বৃথা যাবে না। এ অবস্থায় দেশ চলতে পারে না। এর বিহিত একদিন হবেই। আজকে যারা অত্যাচার নির্যাতন করছে একদিন তাদেরও কাঁদতে হবে। কাঁদতে কাঁদতে তাদের চোখ অন্ধ হয়ে যাবে।’
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭
মিতক্ষরা বলেছেন: এই গোপালগন্জের কারনে অন্যরা যোগ্য হয়েও চান্স পায় না।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
কর্পোরেট ভালোবাসা বলেছেন: প্রতিটি বিয়ের অনুষ্ঠানে এমন কিছু লোক থাকে যাদের চিন্তা থাকে খুত ধরা। এই যেমন ধরেন গিয়া, তরকারীতে লবন একদম পাক্কা অথচ এইসব পাবলিক কইবো লবন হয় নাই! ঝাল ঠিক হইলেও বলবে ঝালটা একটু বেশি ইত্যাদি।
আপনি হইলেন গিয়া ওই ক্যাটাগরির।