নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

"হাসিনাকে নামতে দাও, অতপর ঘুমিয়ে যাও বাচ্চারা!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

গত 29 ডিসেম্বর এবং 30 শে ডিসেম্বর খালেদা জিয়ার প্রতি করা আচরণ গুলা গণতন্ত্রের বেসিক জানা লোকও নিন্দা করবে। যদিও এর জন্য হয়ত সরকারী বাহিনী "জামাত প্রবর্তিত অপরেশন 71" নামের এক নাশকতার প্লেন কে ব্যর্থ করার জন্য সাময়িক বল প্রয়োগ হিসাবে দেখাবে"। কিন্তু মানুষতো শেষ বিকালে "অপরাশেন 71" দেখে নাই দেখেছে সুপ্রিম কোর্টে হই হই করে ঢুকে যাওয়া, বালুর ট্রাক এবং পতাকা হাতে করা কিছু উম্মাদনার ছবি। সুপ্রিম কোর্টে কালো কোট গায়ে দেয়া সবাই আইনজীবি না সেটা কাউকে বুঝানোর আগেই সে বুঝে নিবে এমন করে সুপ্রিম কোর্টে প্রবেশ ঠিক হয় নাই পুলিশের সামনেদিয়ে। সরকারকে নিন্দা জানিয়েই আমরা আগামীর শান্তির কথা কল্পনা করতে পারছি না। কারণ খালেদা জিয়ার রাগের স্বরে করা প্রকৃত মানসিকতার বক্তব্যটি। আমাদের বুঝে নিতে বাকি নেই :তার প্রতি যে অগনতান্ত্রিক আচরণ করা হয়েছে তাতে তিনি এই শিক্ষাটা নেন নাই :আগামীতে বগুড়ী পুলিশ এমন ধরণের আচরণ শেখ হাসিনার সাথে করবেন না? পু্র্ব ঘোষিত কর্মসুচীতে যেতে না পারলে কেমন লাগে ,কত কষ্ট লাগে এই শিক্ষা থেকে উনি বেরিয়ে অন্যকে এই কষ্ট পেতে দিবেন না সেটা উনার কথার বক্তব্যের মধ্যে পাই নাই। বরং মনে হচ্ছে: এটা কি অগনতান্ত্রিক আচরণ!! এর চেয়ে বেশী করিয়ে তিনি প্রতিপক্ষকে শিক্ষা দিবেন, বালুর ট্রাকের পরিবর্তে ময়লার ট্রাক দেখা যেতে পারে।



তো আপনারা যে বললেন "হাসিনাকে নামতে দাও অতপর ঘুমিয়ে যাও"- আগামীর প্রধানমন্ত্রীর এমন রণ হুংকারে ঘুমাই কি করেরে হে সুশিল সমাজ।



আমাদের সাবেক প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী লেন্দুব দর্জির কথা মনে করিয়ে দেন কিন্তু চোখের সামনে বেড়ে ওঠা গোলাম আযমের কথা মনে করিয়ে দেন না। তখন ঘুমাই কি করে?



খালেদা জিয়ার পুলিশের প্রতি ধমক তার "স্বল্প বেতন ভুগীদের" প্রতি তার তাচ্ছিল্যের(নাক উঁচু) চিরাচরিত স্বভাবেরই বহিঃ প্রকাশ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দু টাকার পুলিশ এর আচরন কি মার্জিত ছিল?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

আশমএরশাদ বলেছেন: একজন সাবেক প্রধানমন্ত্রী পুলিশের সাথে "বাংলা ভাষায়" কথা বলবে সেটা নিশ্চয় শোভন নয়। আপনার মাতৃ জেলা নিয়ে কথা বললে আপনার নিজেও প্রভুক্ড হবেন। ভেবে দেখুন পুলিশরা ধৈর্য ধরেছে কিনা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে আপনি লাঠি মারবেন আমাকে আর মার্জিত আচরন আশা করবেন এটা কি করে সম্ভব!
যা দেখছি তাত অতিতের সবকিছুই হার মানায়।
মহিলা আইন জীবি টার সাথে আচরন এর কথাটা বলুন। পুলিশের সহযোগেতায় একজন নারীর সাথে যে আচরণ টা হল তা কি আপনার কাম্য ছিল?
এই জন্য বলি প্রজাতন্ত্রের এই পুলিশ কোন কালে কি সভ্য ছিল? যাদের নামের সাথে পোশাকের সাথে কত কি কলংক। তাইতো কয়েক বছর আগে ওদরে পোশাক ও বদলায় ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

আশমএরশাদ বলেছেন: আপনার মাথার মধ্যে খালেদা জিয়া থাকলে বুঝানো সম্ভব নয় আপনার মাথার মধ্যে যদি মাহমুদুর রহমান সুজন থাকে এবং সুজন নামটা যথার্থ হয় তাহলে বুঝানো যাবে।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

আহলান বলেছেন: সবাই এক .... মানবতা বিরোধী .....

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

দুরন্ত সাহসী বলেছেন: ঘুম দিন দিন কমবে বাঙালীর

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

তীর্থক বলেছেন: আর কতো এইসব রাজনৈতিক দলের চামচামি করবেন? বাংলাদেশে কি সত্যিই সাপোর্ট করার মত কোনও দল আছে??????

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

আশমএরশাদ বলেছেন: সমর্থক এবং চামচামিরে এক কইরা দেখার মত চরমপন্থী আমি নই। আমার দেশে যা আছে তার মধ্যে থেকেই আমাদের চলতে হবে এটা পারফিউম নয় যে ফ্রান্সের তৈরী হতে হবে বা আমদানি করতে হবে।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

তীর্থক বলেছেন: হাসালেন। আপানার দেশে গোবর থাকলে ত আপনি খাবেন না। খাবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.