![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই মেলায় এবার সাড়া ফেলেছে খালেক বেপারী জেএসসি ও ক্যাসিও বাবরের নতুন বই!!!
মোরগ উম্মোচন করা বই গুলির লিষ্ট :
১, ধন্যবাদ ফিরিয়ে দাও ,ফিরিয়ে নাও- বোরকা ফকরুল
২,ঝাঁকুনি তত্ব- ঝাঁকুনির একাল সেকাল- ডঃ মইনাষ্টাইন আলমবীর
৩, গোপালী এখন ট্রেনে- খালেক বেপারী জেএসসি।
৪, বিশ্বভ্রমণ - উড়ালপঙ্খীরে কোথায় গেলিরে- মনে মণে মণি।
৫, চুপ বেয়াদ্দপ- খালেক ব্যাপারী জেএসসি।
কামিং সুন:
৪, উই লুকিং ফর শত্রুজ- ক্যাসিও বাবর
৫, সাদা বিড়াল যে ভাবে কালো হয়-রঞ্জিত ব্যান উত্তপ্ত
৬, রোমান্টিক উপন্যাস : জামাত আমাকে ছাড়লেও আমি জামাতকে ছাড়বো না- খালেক ব্যাপারী জেএসসি।
৬, বাংলার চেয়ে উর্দুতে বেশী নাম্বার পাওয়ার সহজ তরীকা।-খালেক ব্যাপারী জেএসসি।
১০, একজন দেশপ্রেমিকের উপখ্যান-পেট্রিয়ট আকুল হাহোসেন।
১১,সারাদিন একপক্ষে কথা বলেও আমি যেভাবে নিরপেক্ষ সুশীল-কাজী আসিব নজকল এবং মহাফৌজ কুল্লার যৌথ কুটকৌশল।
১২, চীনের প্রাচীর থেকে শিলাখন্ড -মিডিয়ার মেয়ে বিয়ে করে বিখ্যাত হবার সহজ তরীকা -কাজী আসিব নজকল।
বই মেলায় গিয়ে হেভি টাসকি খেলাম। এইবারের বই মেলায় দেখি সব নতুন নতুন লিখকের জয় জয়কার। এই জয় মানে আবার পুতুলের ভাই নয়। এই জয় মানে ভিক্টোরি। ভিক্টোরী বললে আবার মোল্লার ফাঁক করা দুই আঙ্গুল অথবা ভিক্টোরিয়া মেমোরিয়াল পড়িবেন না। এই ভিক্টোরী মানে বিজয়।
যা হোক বইয়ের চমকপ্রদ নাম এবং প্রচ্ছদ আপনাকে বই গুলি কিনতে বাধ্য করবে সন্দেহ নেই। আর কামিং সুন বই গুলার নাম দেখে আপনিও করে ফেলুন প্রচ্ছদ আর পাঠিয়ে দিন সিএমএইচে।
বিইয়ের কভার পেজ দেখতে চাইলে ভিজিট করুন:
ফেইস বুক: Click This Link
ইহা একটি রম্য পোস্ট কেউ এটাকে রাজনৈতিক ভাবে নিবেন না। ইহা কাউকে আঘাত করার জন্য নহে। এই পক্ষে আর ঐ পক্ষে বইয়ের সংখ্যায় হের ফের দেখলে লিখক দায়ী নয়। লিখক একজন নিরপেক্ষ সুশীল একদম কাজী আসিব নজরুলের মত সুশীল। তালিকায় ভারসাম্য আনার চেষ্টা প্রক্রিয়াধীন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩
আশমএরশাদ বলেছেন: ধন্যবাদ ভাই। কেউ প্রচ্ছদ একে দিলে খুশি হতাম
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা....।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
আশমএরশাদ বলেছেন: মজা দিতে পেরে আনন্দিত বোধ করছি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
অচেনাসময় বলেছেন: জটিল হইছে ভাই.
হা হা .......