নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

ইতালির(রোম) রাষ্ট্রদুত এটা কি বললেন? সরকার এর পরে ও তাকে প্রত্যাহার করবেন না?

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

রোমের রাষ্ট্রদুত( শাহাদাত হোসেন) এখনো স্বপদে বহাল আছে সেটা দেখেই অবাক হলাম। উনি কি জানেন না দুতাবাস গুলোতে কি করা যায় এবং করা যায় না? কোন দেশের দুতাবাস মানে সে দেশের এক টুকরো ভুখন্ড। প্রতিদিন সে দেশে জাতীয় পতাকা উত্তোলন করা গেলে জাতীয় সংঙ্গীত কেন গাওয়া যাবে না? এমনকি কোন দেশ যদি মনে করে সে তার নিজের দেশের নিরাপত্তাবাহিনী দিয়ে নিরাপত্তা দিবে দুতাবাসের তাহলে সেটাও জায়েজ হয়।



বিমান বন্দরে প্রধানমন্ত্রীর সফরে আমেরিকা/লন্ডনে প্রায় দেখা যায় বাংলাদেশীদের বিক্ষোভ ও স্বাগত জানানোর কর্মসুচী। সে ধরণের কর্মসুচী পালনে যেখানে বাঁধা পাওয়া যায় না সেখানে জাতীয় দিবসে জাতীয় সংগীত গাইলে বে-আইনি এবং অপমান হয় সেটা এই প্রথম শুনলাম।

তার মনমানসিকতা কি ধরণের সেটা তার বক্তব্যের পাশাপাশি মলিন মুখ দেখেই বুঝা যায়। বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসের দিন তাদেরই কেবল মলিন মুখ হয় যারা এই পতাকা এবং এই সংগীত চায়নি তাদের। রোজার ঈদের দিন যেমন বে-রোজাদারের চেহারা মলিন থাকে তেমিনি স্বাধীনতা দিবস বিজয় দিবসের দিন তাদের খুব কষ্টের দিন, মন খারাপের দিন তাই তাদের চেহারা মলিন থাকবেই।

রোমের রাষ্ট্রদুতকে প্রত্যাহারের আবেদন জানালাম এবং সেই সাথে তার বক্তব্যের নিন্দা জানালাম।

The Embassy of Bangladesh in Rome represents the country of Bangladesh in Italy. জনাব শাহাদাত হোসেন কি রিপ্রেজেন্ট করলেন?

রাষ্ট্রদুতের বক্তব্য ভিড়িও-

এই সংক্রান্ত নিউজ লিংক -

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

হেডস্যার বলেছেন:
বাঞ্চোত গাঁজা খাইছে নিশ্চিত।

২| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬

আশমএরশাদ বলেছেন: @ হেড স্যার
সরকার এই গুলা কি সিলেক্ট করে। বুঝে আসে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.