![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় গুলশানের বিএনপি ও রাওয়ালপিন্ডির জামাতী ভাই ও বোনেরা আপনাদেরকে আমরা দুই মাস সময় দিয়েছি, অনেক কষ্ট করেছি, আতংক মাথায় নিয়ে চলেছি প্রায় ৫০ দিন, সারা অঙ্গ পেট্রোলবোমায় পুড়েছি, ক্ষেতের ফসল ক্ষেতে নষ্ট করেছি, গাছের ফুল গাছেই নষ্ট করেছি ,গাভীর দুধ রাস্তায় ঢেলেছি,ঢাকার মানুষদের নির্বিঘ্নে রেখে গ্রামের মানুষ আর কৃষকদেরকে দুর্দশায় ফেলেছি আপনাদের আন্দোলনের সাফল্য দেখবো বলে। এই দুই মাসে আপনাদের আন্দোলনে সরকারের একটি চুলও খসেছে কিনা সন্দেহ পোষণ করি। আর কত দিন হলে আপনারা সাফল্য দেখবেন বলে মনে হয় আপনাদের? দুই মাসে যদি ধরেও নিই ১টি চুল খসেছে তাইলে শেখের বেটির(মাশেআল্লাহ যে ঘন চুল) সব কটি চুল ফেলাতে আপনাদের ২০৭০ সাল লাগবে। আপনারা'তো বলেন দেশের ৯০ ভাগ জনগণ আপনাদের দলের সাপোর্টার। নিজেদের সাপোর্টারদেরকে এই রকম কেউ পোড়ায়?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১
চলতি নিয়ম বলেছেন: ক্ষমতা
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯
ডিজ৪০৩ বলেছেন: আমার বি এন পি নেত্রীকে একটাই প্রশ্ন আপনার সুধুকি ক্ষমতা দরকার না দেশের মানুষের ভাগ্যর উন্নয়ন দরকার ?