নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

আপনি তখন কি করবেন?(ডু অর ডাই) ন্যাশনাল জিওগ্রাফি স্টাইল B-)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

ন্যাশনাল জিওগ্রাফিতে একটা ইভেন্ট দেখায় "ডু অর ডাই" সেখানে সব সময় বলা হয় "তখন আপনি কি করবেন"- মান্নার অডিও ফাঁসের পর মান্না গং তথা আওয়ামীলীগ বিরোধীদের(সুশীল নামের বিএনপির বি টিম) যখন মন খরাপ অবস্থা তখন আপনি কি করবেন--

অপশন:-A আপনি মান্নাকে আওয়ামীলীগ বলে চালিয়ে দেবার চেষ্টা করবেন? পদত্যাগ নামক ফেরকা দিয়ে।

অপশন B: আপনি ফোনালাপ বিষয়ে দু একটা সাটায়ার লিখে বিষয়টাকে হালকা করে দিন। অথবা ফোনালাপ রেকর্ড করা কেন অবৈধ সে বিষয়ে হালকার উপ্রে রুল জারি করুন।(যদি স্কাইপি সংলাপ এবং শামীম ওসমান ফোনালাপে আপনি লুঙ্গি ড্যান্স না দিয়ে থাকেন) বোকা ভক্তকুল সেটা দেখেও লাইক দিবে।

অপশন C: আপনি দুই দলকে আপদ বিপদ আর মান্নাকে মসিবত বলে নিজেকে মান্না অপবাদ থেকে মুক্ত করার চেষ্টা করবেন।(সাংবাদিক গোলাম মুর্তোজা অথবা মুহাজিদুল ইসলাম সেলিম স্টাইল-গতকালকেও যাহারা একই কম্বলের নীচে ঘুমিয়েছিল)
ফেইসবুক :https://www.facebook.com/asm.arshad

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: আপনি তখন কি করবেন?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

শেখ মফিজ বলেছেন: ভাবতাছি !

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: মাত্র তিনটা অপশন? আর নাই? :P

সত্যি কথা বলতে, আমি মূলত অপেক্ষা করছি মান্নার এই ব্যাপারটাকে সরকার কীভাবে কাজে লাগায় আর বিরোধীদলগুলো কীভাবে এটা থেকে নিজেদের উদ্ধার করে।
বাংলাদেশের রাজনীতির কত রঙ যে দিন দিন দেখতে হবে আল্লাহ্‌ মালুম। আপনার আগের পোস্টে বলেছিলাম যে, সুবিধাবাদীরা যখন সুবিধাবঞ্চিত হয়ে পরে, তখন তারা পাগলা কুকুরের মতো হয়ে যায়। আমাদের রাজনীতিতে ইদানীং এমন চেহারার নেতা দেখা যাচ্ছে ঘন ঘন। সে হিসাবে মান্নার আসলেই দুর্ভাগ্য। কারণ সহজেই চেহারা উন্মোচিত হয়ে পড়লো। :(

৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়।

৫| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

সুদীপ্ত সরদার বলেছেন: বিপদে ফেললেন তো... ! নিরন্তর শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.