![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেন্ডার নিউট্রল পরিবেশ কি আমাদের দেশে আছে? নারী কোথায় নিরাপদ- হেফাজতের মিটিং এ ও নারী সাংবাদিক নাদিয়া নিগ্রিহীত হয়; পহেলা বৈশাখের উৎসবেও নারীরা নিগ্রিহিত হয়। মোট কথা পুরুষ যেখানে সেখানেই এবং যেখানেই পুরুষ মনে করে সে একা নয় বরং মেয়েটি শক্তিতে একা সেখানেই আক্রমণ হয়। সেটা পাক ঘরেও হয় এমনকি ডঃ ডিগ্রি ওয়ালা টকশো ফাটনেওয়ালাদের বাসায়ও হয়।
আমাদের টোটাল সমাজ ব্যবস্থা ইনসান নির্ভর নয় বরং ইনসানের যে দুটি আলাদা শারিরীক পার্থক্য সেটা নির্ভর। আমাদের এখানে বয়েজ স্কুল আছে আমাদের এখানে মহিলা স্কুল আলাদা করা আছে। ছোট কাল থেকেই আমাদের শেখানো হয় আমার বোন বয়সে বড় হলেও আমিই আসলে ডমিনেটর। মেয়ে মানেই সে কম খাবে, কম জোরে হাসবে। রাষ্ট্রের নীতি মালা হতে হবে মানুষ নির্ভর। পারিবারিক পরিবেশেও, এমন কি মা-বাবাদের মনোজগতও "মানুষ" নির্ভর না হয়ে কণ্যা সন্তান ও বংশের বাতি!!! ছেলে সন্তান নির্ভর । আমদের গালি, আমাদের সিনেমা , আমাদের সম্পদ বন্টন সব কিছুতেই নারী অবমাননা আছে। সভ্য হতে হলে আমাদের আরো অনেক দুর পাড়ি দিতে হবে। আমাদের শিক্ষিত সমাজে এখনো চর্চা হয় -শীম গাছে গিল(গাছের ঝাকা )দিতে হয় আর বউকে দিতে হয় কিল। এটা যে শুধু পুরুষরাই বলে তা নয় মেয়েরাও বলে, শাশুড়িরাও বলে। আমিও যে খুব ভালো সেটা নয় আমার মনোজগৎ থেকেও এখনো "ডমিনেটর" মানসিকতা যায়নি। তসলিমার নারী অধিকার বিষয়ক ভাবনা আমাকে কিছুটা নাড়াতে পেরেছে কেবল।
ফেইস বুক: https://www.facebook.com/asm.arshad
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৮
আশমএরশাদ বলেছেন: হা হা যাক বিনা অপরেশনে বিনা চিকিৎসায় হয়ে গেলাম --মালালা। নোবেল পাওয়া এখন আমাকে ঠেকায় কে?
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫
অব্যক্ত স্লোগান বলেছেন: একমত পোষণ করছি!
লিঙ্ক টা পড়ে মতামত জানানোর অনুরোধ করছি।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭
সরদার হারুন বলেছেন: আমি লেখিকার সাথে একমত।