| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকালের পত্রিকা গুলার কয়েকটি সংবাদ বিশ্লেষণ করলেই আজকের চালচিত্রের স্বাভাবিবকতা বুঝতে পারবেন। আগে থেকেই বিএনপি সমর্থক প্রার্থীরা এজেন্ট সংকটে ভুগেছেন । তাই কেন্দ্র থেকে বের করে দেয়ার চেয়ে এজেন্টদের অনুপস্থিতিই বেশী লক্ষণীয়। বিএনপির চরম সাংগঠিক দুর্বলতা/ নুন্যতম প্রতিরোধ গড়ে তুলতে না পারাও একটা বিষয়। বিএনপি হয়ত চেয়েছিল এমন কিছু যাতে তত্বাবধায়কের দাবী জোরালো হয় তাই তারা প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে ইস্যু তৈরী করার চেষ্টায় রত ছিল। বিএনপির ৩ প্রার্থীই তুলনামুলক ভাবে দুর্বল ছিল আওয়ামীলীগের ৩ প্রার্থীর তুলনায়। চট্টগ্রামের মেয়র মন্জুর দুই নৌকায় পা দেয়া মানুষ, সদ্য মেয়র পদ ছেড়েছেন, ৫ বছর বলতে গেলে তেমন কিছুই করে উঠতে পারেননি- না চট্টগ্রামের জন্য, না বিএনপির জন্য। এর বাইরে বিএনপির স্থানীয় সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন যিনি মহানগরী ছাত্রদলের নিয়ন্ত্রকও তিনি মন্জুকে অসহযোগীতা করেছেন বলে শুনা যায়।
অন্যদিকে নাসির নবীন প্রার্থী আগের বদনাম গুছাতে চেষ্টা করছেন বলে মনে হয়েছে।
ঢাকা উত্তরের আনিসুল হক যে কোন দলের বিপরীতেই হেভিওয়েট প্রার্থী। প্রচারণার সব স্মার্ট কৌশল, নিজের দক্ষতা অভিজ্ঞতা সবটুকুতেই তিনি এগিয়ে। চমৎকার বাচন ভঙ্গি , অন্য প্রার্থীদের দোষত্রুটি তেমন না বলা, বিশাল সংখ্যক গার্মেন্টস কর্মীদের সাথে পরিচিত থাকা সবই তার প্লাস পয়েন্ট। তিনি ঘাম ঝরিয়েছেন, গলা ভেঙ্গেছেন, মোট কথা পাশ করার জন্য মরিয়া ছিলেন। বিপরীতে তাবিৎ তেমন করে জ্বলে উঠতে পারেননি, পারেনি তার দলও তাকে ঘুছিয়ে দিতে। বিশেষ করে তাবিতের না পারার পেছনে রয়েছে কাউন্সিলরদের খুঁজে না পাওয়া , কাউন্সিলরদের সাথে সমন্বয় করতে না পারা। প্রভাবশালী তেমন কোন কাউন্সিলর প্রার্থীই ছিল না। থাকলেও তারা হামলা মামলা নিয়ে নিজের ভোটের জন্যও তেমন করে উঠতে পারছিল না সেখানে মেয়র প্রার্থীতো পরের ব্যাপার।
মীর্জা আব্বাস আগে মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন- জনপ্রিয়তার জোয়ার ভাটার মধ্যে ছিলেন। বিএনপির ৩ প্রার্থীর মধ্যে এক মাত্র আব্বাসেরই কিছু নিবেদিত কর্মী ছিল। আব্বাস সাহেবও সাঈদ খোকনের সামনে পুরানা পাপী। সাঈদ খোকনের ইমেজ অন্তত আব্বাসের চেয়ে বেশী ছিল।
আওয়ামীলীগ এই বার প্রার্থী বাছাইয়ে বেশ মন্সিয়ানার পরিচয় দিয়েছে।
ভোট যাই হোক আমরা যে একদম দুষ্ট মেয়র পাচ্ছি তা নয়, একদম লাষ্ট বয় ফাষ্ট বয় হয়ে যাবে এমনও নয়।
আমার ফেসবুক-https://www.facebook.com/asm.arshad
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
এইচ তালুকদার বলেছেন: চমৎকার বিশ্লেষন।