নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কারে যাদের মারাত্বক বিখাউজ/চুলকানী হয়েছে তাদের জন্য মলম তৈরীর রেসিপি:

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২

যারা এই পুরস্কার প্রাপ্তিতে খুশি তারা অলরেড়ি চুলকানীর সমাধান রাস্তায় এসে লাফালাফি করে শেষ করে ফেলেছে। তাই এই রেসিপি হলো যারা এই পুরস্কারে নাখোশ এবং ঈর্ষাকাতর তাদের জন্য: এটা তাদের জন্য যারা প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা মানে দেশকে পুরস্কৃত করা বুঝে না , যারা রাজনৈতিক ব্যাক্তির পুরস্কার প্রাপ্তি এবং অরাজনৈতিক ব্যাক্তির পুরস্কার প্রাপ্তির মধ্য উচ্ছাসগত পার্থক্য বুঝে না তাদের জন্য।

প্রথমে একটি খালি স্ট্যাটাসের ঘর নিবেন:তারপর লিখতে থাকবেন মনের সুখে:
১।বুঝানোর চেষ্টা করবেন :এটা কোন পুরস্কার হলো!!! এটা স্কুলের "যেমন খুশি তেমন সাজো" পুরস্কারের মত একখান পুরস্কার।
২।এই পুরস্কারের আগের কি নাম আছিলো; কাহারা কাহারা এই পুরস্কার পেয়েছিল তাহাদের নাম ঠিকানা জোগাড় করুণ।
৩। বাংলাদেশে কাহারা এমন পুরস্কার পেয়েছে তাদের নাম নিলে মলমের ক্রিয়া বেশী কার্যকর হবে।
৪। এই বারের পুরস্কার প্রাপ্তদের তালিকাটা জোগাড় করুন - সেখানে ক্রমিক নাম্বার একের জায়গাটা "হাই লাইট" করুন এবং দেখান যে পুরস্কার পাইলেও এক নাম্বারেরটা পায় নাই ;পাইছে ২ নাম্বারেরটায়। এতে মলমটি ৩ দিনের জায়গায় ২ দিনে চুলকানী বন্ধ করবে।
৫। এইবার সংবর্ধনা প্রসংগটা টেনে ২ চারটি বক্র কথা লিখুন। সেটা না পারলে বামতিদের মত রামপাল প্রসংগ আনুন; দুধে এক ফোটা লেবুর রস ফেলার মত করে।
৬। পুরা লিখাটা কাঠাল পাতায় মুড়িয়ে নিন।
৬। এইবার স্ট্যাটাসটি পাবলিক মোড়ে ছেড়ে দিন; লাইক মারফত গুনতে থাকুন বাংলাদেশে ব্ল্যাকগুডসের সংখ্যা কত।
দেখবেন আস্তে আস্তে আপনার চুলকানী কমে আসছে এবং আপনাকে আর বার বার লুঙ্গি ওঠা নামা করতে হচ্ছে না।
https://www.facebook.com/asm.arshad

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭

এরশাদ বাদশা বলেছেন: =p~

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

বাংলার জামিনদার বলেছেন: কিছু লোক তো চুলকাইয়া লুংগি ছিড়া ফালাইয়া ন্যাংটা হইয়া গেছে। :P

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

সামুরাই_কাতানা বলেছেন: আপনার চুলকানী শেষ হয়েছে বলে তো মনে হয় না।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫

আশমএরশাদ বলেছেন: আপনার জন্য এই মলমের পাশাপাশি নিমপাতার গোসল জরুরী। সংবাদ সম্মেলন শেষ হলেই আমার চুলকানী আরামে পরিণত হবে আমার জন্য চিন্তামাত কর।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

সামুরাই_কাতানা বলেছেন: যাক লেখক সাহেব তাহলে স্বীকার করলেন যে উনার চুলকানী আছে। ধন্যবাদ স্বীকার করার জন্য

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭

বিদগ্ধ বলেছেন: ++এটা তাদের জন্য যারা প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা মানে দেশকে পুরস্কৃত করা বুঝে না++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.