![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে মতিঝিল আইডিয়ালে ভর্তি কার্যক্রমে প্রথম দেখি শিওর ক্যাশের মাধ্যমে পেমেন্ট করার কথা। অভিবাবকরা অনেক ছুটাছুটি করেও শিওর ক্যাশের দেখা পাননি। পরে আইডিয়ালের পাশের এক দোকানে প্রচন্ড ভিড়ের মধ্যে সেটা দিতে পেরেছিলেন আমার এক পরিচিত অভিবাবক। আজকে দেখলাম ইডেন কলেজের মাষ্টার্সে ভর্তির জন্যও শিওর ক্যাশ দরকার তাও আবার নিজের একাউন্ট থেকে সেটা করতে হবে । ইডেনের লিংক :EDEN MOHILA COLLEGE তার মানে এজেন্ট বা দোকান থেকে দিলে হবে না। নিজের একাউন্ট খুলতে হবে তারপর। অনেকটা বাধ্যতামুলক করা হয়েছে স্বল্প পরিচিত এই মোবাইল ব্যাংকিং সেবা। এটা কেমন বাণিজ্য? কাউকে বাধ্যকরে এ কেমন বাণিজ্য? সেটা আবার খুব বেশী Available না। বিকল্প অপশন রাখাটা কি উচিত ছিল না।
©somewhere in net ltd.