নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

সাফল্য (Achievement ) বনাম অর্জন (Success) :৩৬ তম বিসিএস এর একটি প্রশ্ন:

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

৩৬ তম বিসিএস এর একটা প্রশ্ন নিয়ে অনেক জায়গায় বিভ্রান্তি দেখলাম : এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। বিসিএস এর প্রশ্ন গুলা সাধারণত ট্রিকি হয়ে থাকে এবং কয়েকটি প্রশ্নের মধ্যেই মেধা যাচাই হয়ে যায়। তাই আমার মনে হচ্ছে এই প্রশ্নটার ট্রিকস হলো "অর্জন"(Achievement) শব্দটাতে । আমি মনে করি এই প্রশ্নের উত্তর হবে খ: সমুদ্র বিজয়। কারণ এটিই একমাত্র অর্জন অন্যগুলা এই সরকারের সাফল্য। কারণ সারা জীবনের জন্য একটা সম্পদ পাওয়া এবং অধিকারে থাকাটা অজর্ন আর কোন একটি কাজে/মিশনে সফল হওয়া , ফল বয়ে আনা অথবা বাস্তবায়ন করার নাম সাফল্য। অথবা সফল্যের চুড়ান্ত রূপ অর্জন। সফলতার গ্রেড পয়েন্ট বা অর্জন অথবা পজিশন। যেমন আমরা বলি সে প্রথম স্থান অর্জন করেছে। সে পরীক্ষায় সফল হয়েছে। আমার মতের মধ্য ভুল থাকলে আপনার মতামত জানাতে পারেন।

প্রশ্ন:- বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি??
ক. যুদ্ধাপরাধীদের বিচার।
খ.সমুদ্রসীমা বিজয়।
গ. বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
ঘ. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি।

অর্জন এবং সাফল্যের মধ্যে পার্থক্যটা নীচে দেখুন । গুগলে Achievement vs success লিখে সার্চ দিলেও পাবেন অনেক তথ্য।

Achievement is used in connection with the realization of one’s goals.

Success is used in the sense of fulfilling certain conditions necessary to reach the goal.

Achievement is arrived at by string of successes।
Achievement can be defined as: a thing done successfully, typically by effort, courage, or skill. However, achievement is different from success. It refers to ‘getting what you want.’ Achievement requires the ability to set goals and objectives, to make plans of action, and then to implement those plans. Achievement requires that you overcome obstacles and difficulties in reaching goals that you have set for yourself.



success vs achievements
achievement vs success

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

স্বপ্নবাজ তরী বলেছেন: উত্তরঃ (খ) সমুদ্র বিজয়।
সাধারণ সেন্সেই এর উত্তরের কারণ ব্যাখ্যা করা যায়।
এখানে
ক. যুদ্ধপরাধীদের বিচার
গ. বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
ঘ. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি।

এখানে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝা যায়। উপরে তিনটা প্রক্রিয়াই মুলত চলমান প্রক্রিয়া। এগুলোর কোন শেষ পয়েন্ট নেই।
গ. বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
ঘ. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি।
এই দুইটা একটা চলমান প্রক্রিয়া। সময়ের সাথে বাড়তেও পারে আবার কমতেও পারে। তাই এটা কখনও অর্জন হতে পারে না।
আবার ক. যুদ্ধপরাধীদের বিচারও বর্তমানে চলমান প্রক্রিয়ায়। তাই এটা এই মুহূর্তে অর্জন হতে পারে না।
শুধু খ. সমুদ্রসীমা বিজয়
যেটা একমাত্র নিষ্পত্তি কৃত ঘটনা। অতএব এটা অর্জন।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

আশমএরশাদ বলেছেন: আপনি আরো চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন। ধন্যবাদ স্বপ্নের বাজিকর। :)

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বর্তমান সময়ে টার্মটা খেয়াল করেন। প্রশ্নকর্তাদের বুদ্ধি বিবেচনা বাংলাদেশের বর্তমান মানে আমার খুব বেশী উচ্চস্তরের মনে হয় না যে অর্জন আর সাফল্যের পার্থক্য বুঝবেন। যেটা সাম্প্রতিক যেটা নিয়ে আলোচনা চলছে -সেটাই অন্তত তাদের কাছে সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে- সোজা লজিক। আর সমুদ্রজয় ইস্যু বেশ পুরানো হয়ে গিয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

আশমএরশাদ বলেছেন: আপনি আরো গভীরে গিয়ে ভেবেছেন , বর্তমান সময়ে টার্মটা আমার ভাবনায় ছিল না; আর আপনি যেটা বলেছেন সেটাও মন্দ নয় : প্রশ্ন কর্তাদের বুদ্ধিমত্তা খুব একটা সন্তোষজনক কখনো মনে হয়নি।
ধন্যবাদ আপনাকে সুক্ষ জায়গাটাকে টাস করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.