নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

অবসরের পর রায় লিখা বিষয়ক:

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

অবসরের পর রায়ে সই করা যাবে না -এক বাক্যে এই লাইনের বিরোধীতা করা যাবে না বা বিরোধীতার সুযোগ নাই। কিন্তু এটির আলোচনা করতে গিয়ে অনেকেই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদের কথা পর্যন্ত টেনে আনছেন। প্রত্যেকটা জবের নেচার আলাদা আলাদা প্রকৃতির; একটা দেশের সবচেয়ে বেশী গুরুত্বপুর্ণ পদ প্রধানমন্ত্রী তিনিও আজকে রিজাইন দিলে কালকেই উনার কিছু না করলেও চলে। কারণ উত্তরসুরী প্রধানমন্ত্রী পুর্বের অসমাপ্ত কাজ গুলি করতে পারে। এই জায়গায় ব্যতিক্রম হলো বিচারপতিরা। যিনি বা যাহারা সংক্ষিপ্ত রায় দিবেন তিনি বা তাহারাই মুল রায় লিখিবেন এই রীতি এবং বিধান প্রচলিত । সুপ্রীমকোর্টে এজলাসে থাকা সবাইকে মুল রায়ে সম্মতি বা অসম্মতি জানিয়ে সাইন করতে হয়। এই জন্যই বলি ডকটিন অব নেসেসিটির ব্যাপারটাও আমাদের মানতে হবে ;যখনই সংক্ষিপ্ত আদেশ দেয়া হলো তখনই তার দায়িত্ব বোধের জায়গাটা তৈরী হলো। আর বিচারকের পোস্ট বিশেষায়িত পদ; বিচারপতীরা পরে আইন পেশায়ও ফিরতে পারতো না। একটা রায় অনেকটা আইনি আর্ট। একটা মুল রায় লিখা একদিন বা এক ঘন্টার কাজ নয় এবং একটা রায় লিখার সময় অনেক রেফান্স বই ঘাটতে হয়। এখন সর্বশেষ দিন যেহতু আপনার সংক্ষিপ্ত আদেশ দেয়ার অধিকার আছে সেহেতু পরের দিন কেন আপনার মুল রায়ে আর কোন দায়িত্ববোধ থাকবে না? তাহলেতো অবসরের ১ মাস আগে থেকেই বিচারকদের এজলাসে আনা যাবে না। আর বিষয়টা যদি এমন হতো যে তার পুর্বসুরী এটা লিখতে পারতো তাহলে কথা ছিল না। একজন বিচারপতির দায়িত্ব নিতান্তই অনেক বেশী প্রত্যক্ষ একজন রাষ্ট্রপতির চেয়েও। আমি আজকে রিজাইন করলে আমার কাজ গুলা আমার উত্তরসুরী করতে পারেন তাই এখানেও বিষয়টাতে ভিন্নভাবে ভাবার অবকাশ আছে। আর কেউ যখন অবসরে যায় তখন তাকে আইনানুগ ভাবে এলপিআর দেয়া হয়। এখন এলপিআর সময়কে ডিফাইন করতে হবে সেটা শপথের বাইরে কিনা। আর সাবেক হইলেই সব কিছুর আইনগত মুল্য কমে যায় না যেমন আপনার লাইসেন্স মেয়াদউত্তীর্ন হইলেই সেটার আইনগত মুল্য নেই তা নয়; কারণ পরবর্তী লাইসেন্সের সময় এটা বিবেচ্য বিষয়; ভিসার ক্ষেত্রে ও অনেক দেশ আগের ভিসা মুল্যায়নে নেয়। জেল কোডেও সাবেক মন্ত্রীদেরকে ডিবিশন দেয়া হয়।
অবসরের পরে রায় লিখা বিষয়ক এই সমস্যার সমাধান করার জন্য খুব বেশী না ভেবেও ছোট একটা আইন তৈরী করে দিলেই হয়; এলপিআরে থাকার মধ্যেই (১ বছর)বিচারপতিরা মুল রায়ে সাইন করতে পারবেন ।
উপরের লিখাটা আমার নিজস্বমত এর বাইরেও কথা থাকে, যুক্তি থাকে থাকতে পারে।
আমার ফেইসবুক আইডি:
https://web.facebook.com/asm.arshad

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

Ahmed Musa বলেছেন: Click This Link

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

কামরুল হাসান বলেছেন: আজগুবি দেশ। রায় আগে,রেফারেন্স পরে। বিচার আর নির্বাহী দ্বায়িত্বে অনেক পার্থক্য আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.