নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

নারী-পুরুষের পাটিগণিত ও সমতার অঙ্গীকারের নারী দিবস।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬

আমরা যারা স্কুল জীবনে পাটিগণিত করেছি তাদের সবারই কিছু ঐকিক নিয়মের অংকের কথা মনে আছে তার মধ্যে বানরের তৈলাক্ত বাঁশের অংকটির কথা ভুলি নাই। আজকে আরেকটি অংকের কথা মনে করিয়ে দেই। সেটা হলো নারী পুরুষের পাঠিগণিত। সেখানে বলা থাকতো একজন পুরুষ যদি দৈনিক ৬০ টাকা মজুরী পায় এবং একজন নারী ২০ টাকা মজুরী পায় তবে ৬ জন নারী কয়জন পুরুষের সমান মজুরী পাবে। আপনাদের আরো মনে থাকার কথা কাঙ্গালীনি সুফিয়ার নারীর মজুরী বৈষম্যের বিরুদ্ধে করা এডটির কথা। সুস্পষ্ট নারীবৈষম্য শুধু পাঠিগণিতে নয় এমনকি বাঙ্গালীর যে "গালি" সেখানে নারীকে ছোট বানিয়ে দেয়া হয়। কোন পুরুষ ভদ্রভাবে নীচু স্বরে কথা বললেও তাকে "মেয়ে মাইনষের লাহান কথা কও কিল্লায়" বলে টিটকারী দেওয়া হয়।
শালা , শালার পুত সেটাও কনে পক্ষের আত্মীয় বলে দেওয়া হয় -পুরুষ পক্ষের আত্বীয়ের জন্য এটা দেয়া হয় না।

১ মে শ্রমিক দিবস যেমন করে এমনি এমনি আসেনি; আন্তার্জাতিক মাতৃ ভাষা দিবস যেমন করে এমনি এমনি আসেনি তেমনি আন্তর্জাতিক নারী দিবসও এমনি এমনি আসেনি। এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন-পীড়ন।

নারী দিবসকে পুরুষকুল ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করবে। শ্লো পয়েজনের মতো ঢুকিয়ে দিবে "আরে নারী তোমারতো মাত্র ১ দিন আমাদের হলো ৩৬৪ দিন।" আসলেই কি তাই!! দিবস মানে কী একদিনের কথা বলা হয়? ২১ শে ফেব্রুয়ারী মানে কি শুধু একদিন বাংলা ভাষায় কথা বলার জন্য? তাই নারী সমাজ বায়াসড হবেন না এই দিবসে। নারীর ক্ষমতায়ন অধিকার এবং সমতা যদি পুরুষদের উপরের লেভেলেও চলে যায় তথাপি উইমেন্স ডের প্রয়োজন আছে। কারণ প্রত্যেকটা দিবস স্মরণ করে দেয় আগে কেমন ছিল , স্মরণ করে দেয় এক সময় নারী সমাজ বড় বেশী নির্যাতিত ছিল। আবার অনেকে বলে থাকেন "আলাদা দিনের কি দরকার প্রত্যেকটা দিনই নারীর ।" হ্যাঁ সত্য কথা । কিন্তু প্রত্যেকটা দিনই নারীর , এই কথাটি কুম্ভকর্নের কানের কাছে জোরে শুনাতে হলে একটা দিনের দরকার যে দিন বহু কন্ঠ এক সাথে জোরের সাথে বলবে পৃথিবীর আলো বাতাস আমারও, সুদুরের মুক্ত আকাশে তারা গুনার অধিকার আমারও। জলকেলিতে;সোল্লাসে হাসার অধিকার আমারও।

নারী দিবসের প্রতিপক্ষ পুরুষরা নয় এবং অধিকারের সিন্দুকও পুরুষরা নয়। এমন নয় যে পুরুষের সিন্দুক থেকে কিছু অধিকার যা নারীর তুলনায় বেশী ছিল সেটা নারীকে দিয়ে সমান করে দিই !!! এটা আসলে টোটাল সমাজব্যবস্থার বিরুদ্ধে ; সার্বিক কুপমুন্ডুক সামাজিক মনোজগত এবং রীতিনীতি, বিধানের বিরুদ্ধে যেটি ন্যায্যতার আলোকে তৈরী হয়নি।পুরুষের সে সব অন্যায় আচরণের বিরুদ্ধে। অন্যায় আচরণ থেকে বিরত থাকার নাম করুণা নয়। নারীর পুরুষ হবার জন্য নারী দিবস নয় নারীর মানুষ হবার জন্য নারী দিবস। নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর কাটানোর বিরুদ্ধে। যে সমস্ত অধিকার গুলা পুরুষরা অবলীলায় ভোগ করে মুক্ত আলো বাতাসের সে সব অধিকার যেন নারীরা ভোগ করার সময় তোমরা দা-কুড়াল নিয়ে তেড়ে না আস সেটা মনে করিয়ে দেয়ার জন্য নারী দিবস। নারীর যৌক্তিক সমতার জন্য এ অধিকার। পুরুষরা বাসে দাঁড়িয়ে গেলে নারীদেরকেও দাঁড়িয়ে যেতে হবে এমন ভঙ্গুর যুক্তির বিরুদ্ধে নারী দিবস। নারীরাও দাঁড়িয়ে যেতে পারে, বাসের হ্যান্ডেল সে লেভেলের করে দাও, নারীরাও দাঁড়িয়ে যেতে পারে যদি তোমরা ভদ্র হও, পাছায় চিমটি না কাটো। নারীকে সেক্স অর্গান না ভেবে যদি মানুষ ভাবো তাইলে হয়। নারী তার গর্ভে তোমাদের ধারণ করে বলে দাঁড়িয়ে যেতে পারে না। নারীরা এই কাজটা না করলে তারাও দিব্যি দাঁড়িয়ে যেতে পারবে। আর এমন করে ভাবাটাই যুক্তি বিচারের পুরুষের উচিত। এটাই যৌক্তিক সমতা যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু। সর্বাঙ্গিন নয়। সে উচিত্যই নারীরা চায় , সে চাওয়াটা করুণা নয় সে চাওয়াটা ইকুটি থেকে উদ্ভুত অধিকার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: নারী দিবসের প্রতিপক্ষ পুরুষরা নয় এবং অধিকারের সিন্দুকও পুরুষরা নয়। এমন নয় যে পুরুষের সিন্দুক থেকে কিছু অধিকার যা নারীর তুলনায় বেশী ছিল সেটা নারীকে দিয়ে সমান করে দিই !!

অসাধারণ লিখেছেন....

নারী অধিকার নিয়ে আমার পোস্টটা পড়ে দেখবেন...
পোস্ট লিংক.

২| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

ফকির আবদুল মালেক বলেছেন: পড়লাম এবং ভাবলাম অসাধারন।

৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২

আরজু নাসরিন পনি বলেছেন:

জানান দিয়ে গেলাম।
পরে আসবো আবার।

৪| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

আহসানের ব্লগ বলেছেন: +

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮

আমি এ আর বলছি বলেছেন: narider odikar jani na kobe shodik vabe prothisdhito hobe

৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

হাফিজ বিন শামসী বলেছেন: নারী অধিকার এবং সমাধিকার দুট বিষয় অনেকে গুলিয়ে ফেলে।
আপনি এখানে নারী অধিকারের ব্যাপারটা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.