![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরান্তি
******
১। বড় শাস্তি ভোগ
****************
গতবছরের ন্যায় এ বছরও বেশী শাস্তি ভোগ করেছেন টিভি রিমোর্ট , হেন দিন নাই যে দিন সে চড় থাপ্পর খায়নি। বাংলাদেশী বিজ্ঞাপন টিভিগুলার জ্বালায় অতিষ্ট হয়ে তার মালিক রাগে দুঃখে চ্যানেল আপডাউন বাটনটিকে ক্ষয় করে মৃত্যু মুখে পতিত করেছে। বিরোধীদলও গুলাকেও এতটা শাস্তি ভোগ করতে হয়নি যতটা এই রিমোর্ট কন্ট্রোল করেছে।
২। বড় স্বস্তি
***********
হরতাল আন্দোলন মুক্ত বছর বলা যাবে ২০১৬ সালকে। যে হরতাল গুলা ডাকা হয়েছিলো (এক একটা ফাঁসির পরে ) সে গুলা পাকিস্তানের পার্লামেন্টকে যতটা উত্তপ্ত করেছিলো বাংলাদেশের রাজপথকে তার একফোটাও উত্তপ্ত করতে পারেনি।
৩। ভালো মানুষের অভয়ারণ্য
*********************
গতবছরের ন্যায় এ বছরও দেখা গেছে ফেসবুকের বুক জুড়ে রয়েছে শুধু ভালো মানুষ আর ভালো মানুষ এবং সব বিষয়ে অভিজ্ঞ এবং মানুষকে উচিত অনুচিত শিক্ষা দেয়র মতো এক বিশাল মাস্টার সমাজ । বিশেষ করে কোন দিবস-উৎসব আসলে তাদের মাথা ঠিক থাকেনা।
৪। ডেবিল নোবেল বনাম শান্তির নোবেল
***********************************
২০১৬ সালেও বাজিমাত করেছে ফটোশপ ছবি। দেখা গেছে অর্জিনাল ছবির চেয়ে ফটোশপ ছবি ব্যাপক মাত্রায় লাইক শেয়ার হয়েছে। এমনকি দুনিয়ার সব দুর্ঘটনার ছবি বার্মার ছবি হিসাবে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। ডেবিল নোবেল পেতে পারে ফটোশপ নির্মাতা। কারণ এই ফটোশপ ছবির কারণে রামু , নাসির নগর, সুনামগঞ্জ সহ অনেক জায়গায় মানুষের ঘর বাড়ি স্বপ্ন পুড়েছে। বরাবরের মতো এবারও দেশের মানুষ অন্যদিকে দাবী করছে বিটিভিকে একটা শান্তির নোবেল দিতে। যে টিভি জন্ম লগ্ন থেকেই একটা অশান্তির কথা প্রকাশ করেনি। শুধু শান্তি শান্তি এবং প্রশান্তির যত খবর।
৫।জিপিএ৫ বনাম সেকেন্ড ডিবিশনার
***********************************
এ বছর রিমোটের পর সবচেয়ে বেশী অপমানিত হয়েছে জিপিএ ৫ প্রাপ্তরা। মাছরাঙ্গার এক মেছো সাংবাদিক কঠিন কঠিন কিছু প্রশ্ন করেছিলো কিছু জিপিএ৫ প্রাপ্তদের। আর সেটা সহ্য করতে পারেনি সেকেন্ড ডিবিশন প্রাপ্ত আগের বুড়ারা। জিপিএ৫ না পাওয়ার প্রতিশোধ তারা নিয়েছে সেটা শেয়ার করে।
৬। অল্প সময়েই বড় সম্পাদক
**************************
২০১৬ তে মস্তবড় সম্পাদক এবং সাংবাদিক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন সিরামিক বিশেষজ্ঞ এবং বিনিয়োগ বিশেষজ্ঞ এবং মাত্র ৬ মাসের সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন জনাব মাহমুদুর রহমান। সদ্য কারমুক্ত হয়ে তিনি আবারো কাবাঘরের গিলাফকে ব্যানার বানানোর কাজে শরিক হবেন বলে অনুমান করা যায়।
৭। নতুন পল্টি
**************
২০১৬ সালে নতুন পল্টির নাম কাদের সিদ্দিকী। সকাল বিকাল দুই ধরণের কথাবার্তায় এইচএম এরশাদের পাশাপাশি যুক্ত হয়েছিলেন বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী।
৮। বড় হতাশা ডক্টরেটের নিরবতা
******************************
২০১৬ সালে দুই জন ডক্টরেটকে নিরব হয়ে যেতে দেখা গেছে । তারা হলেন খালেদা জিয়া বিশেষজ্ঞ জনাব ডক্টর হাসান মাহমুদ আরেকজন শান্তুিতে বড় পুরস্কার প্রাপ্ত ডঃ মোহাম্মদ ইউনুছ। তাদের পাশাপাশি বাবু নগরী ও বড় হুজুর আহম্মদ শফি সাহেবের রেলের জমি পাওয়ার পরের নিরবতায় দেশ আজ হতাশায় নিমজ্জিত , বিনোদন থেকে বঞ্চিত।
৯। নতুন সুখের ঠিকানা
****************
বাংলাদেশের মানুষ কতটা সুখী সেটা মাপার নতুন স্কেল আবিস্কার হয়েছে এই দুই হাজার ১৬ সালে। সেটা হলো হিরো আলমের লাইকার সংখ্যা। বাংলাদেশের হাজার হাজার বুভুক্ষ পুরুষ নিজের অতৃপ্ত চাহিদা হিরো আলমের মাধ্যমে খুঁজে ফিরেছেন। এমনকি সেটা দেশ চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ ফেলেছে । বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনের( যারা জন্ম থেকে প্রতিযোগীতা বিহীন) স্বার্থক ফিড ব্যাক অথবা বাই প্রডাক্ট হলো এই হিরো আলম। যার চরিত্রের মধ্যেই ফুটে উঠে এ দেশের চলচিত্রকারেরা কেমন শিক্ষাটা দিয়েছেন এত বছর ধরে।
১০। বড় পার্থক্য
**********
বছরের শুরুর দিকের নির্বাচন আর শেষ নির্বাচনের পার্থক্যটা এ যাবৎ কালের সেরা পার্থক্য বলে মনে করা হচ্ছে। পার্থক্যটা এতটা লম্বা যে সেটা সারা সৌরজগৎ বেস্টন করার পরও কিছুটা থেকে যায়।
১১। বড় অসাম্প্রদায়িক এলাকা
*****************************
ধার্মিকদের লাইকের বন্যা বয়ে যায় পিনাকী ভট্টাচার্য নামের এক ব্যাক্তির পোস্টে। মুসলমান দেশে এমনটা ঘটনা আশাবাদী করে।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
আশমএরশাদ বলেছেন: ২০১৬ সালের বিতিকসমগ্র -
ক্রাশ অফ দ্যা ইয়ার :সাবিলা নূর
মুভী অব দ্যা ইয়ার :আয়নাবাজী
হিরো অব দ্যা ইয়ার :হিরু আলম
মুনাফিক অব দ্যা ইয়ার :নায়লা নাঈম(দেখানোর কথা বলেও দেখায় নাই)
ছোট বোন অব দ্যা ইয়ার :সেলিনা হায়াৎ আইভী
বড় ভাই অব দ্যা ইয়ার :শামীম ওসমান
বানী অব দ্যা ইয়ার :আম্মু,৫ মিনিট পরে আসো
কমেন্ট অব দ্যা ইয়ার :একটা চিকন পিনের চার্জার হবে?
এপ অব দ্যা ইয়ার :প্রিজমা
লাইভ শো অব দ্যা ইয়ার :বঙ্গবাহাদুর
ফ্লপ অব দ্যা ইয়ার :সুশান্ত পাল
লিংক অব দ্যা ইয়ার :৮ মিনিট ১৭ সেকেন্ড
সাফল্য অব দ্যা ইয়ার :নিজামীর ফাঁসি
তুরুক অব দ্যা ইয়ার :ডোনাল্ড ট্রাম্প
ডিসকাউন্ট অব দ্যা ইয়ার :৩০০ টাকার এনার্জি বালব ১০০ টাকায়!
ডায়ালগ অব দ্যা ইয়ার :বোঝনাই ব্যাপারটা?
মাথাব্যাথা অব দ্যা ইয়ার :বায়োমেট্রিক
স্যালুট অব দ্যা ইয়ার :সাকিব আল হাসান
জোক্স অব দ্যা ইয়ার : "স্বাধীনতা এনেছি,স্বাধীনতা রাখব-বাংলাদেশ ইসলামী ছাত্রসশিবির"
কোশ্চান অব দ্যা ইয়ার :অ ভাই কেনে চলর?
ফটোশপ অব দ্যা ইয়ার :সুশান্ত পালের স্ক্রিনশর্ট সমগ্র
গ্রুপ অব দ্যা ইয়ার esperately Seeking (Unsencored)
আফসোস অব দ্যা ইয়ার :ইনবক্সে ভাইয়া ডাক!
গুজব অব দ্যা ইয়ার :পর্নোখোরদের তালিকা প্রকাশ করা হবে!
সং অব দ্যা ইয়ার :চাপাতি কিরায় আমায়... চাপাতি কিরায়!
থ্রেট অব দ্যা ইয়ার :এই ঈদের পরেই সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হবে।
চুরি অব দ্যা ইয়ার :হাতব্যাগ চুরি
-----------
বৃষ্টি অব দ্যা ইয়ার -নভেম্বার রেইন
ট্রান্সপোর্ট অব দ্যা ইয়ার -লোকাল বাস
র্যাপার অব দ্যা ইয়ার -আলি জি স্টার
ফেবু লাইভ অফ দ্যা ইয়ার :রেশমী আলম
ফাদার অব দ্যা ইয়ার :রেলমন্ত্রীর বাবা হওয়া
সেলিব্রেশান অব দ্যা ইয়ার :বাংলাদেশ বনাম ইংল্যান্ডের সেই ম্যাচ টা!
অনুবাদ অব দ্যা ইয়ার : BF মানে বড় ফুফা
মহিলা র্যাপার অব দ্যা ইয়ার :মাইলস্টোনের সেই মেয়েটা।
অপারেশান অব দ্যা ইয়ার :অপারেশান থান্ডারবোল্ট
স্ট্রাইক অব দ্যা ইয়ার -সার্জিকাল স্ট্রাইক
ফইন্নি অব দ্যা ইয়ার :আমব্রিন
দেখছি অব দ্যা ইয়ার :সুপারমুন
বেস্ট ফ্রেন্ড (!) অব দ্যা ইয়ার :ফারাজ রহমান
ব্যাচেলর অহ দ্যা ইয়ার :সালমান খান (ওনার জন্মের পর থেইকা এর রেকর্ড বহাল আছে)
কাপল অব দ্যা ইয়ার :সালমান এবং সাবিলা নূর
আইটি কার্যক্রম অব দ্যা ইয়ার :খালেদা জিয়ার ফেবু আইডি খোলা
পূর্বাভাস অব দ্যা ইয়ার :গুলশানের হামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আগে থেকেই জানতেন।
মুমীন বোন অব দ্যা ইয়ার :মিয়া খলিফা
লিখেছেন ফেসবুক বন্ধু - অত্বিন বর্ষন- Click This Link
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০১
পিলিয়ার বলেছেন: বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পরেশনের( যারা জন্ম থেকে প্রতিযোগীতা বিহীন) ......................হা হা হা
৩| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: শ্রাবণের কোনো একদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। ক্যাম্পাসের তুমুল বৃষ্টি দেখতে চাই। দুপুরে বটতলায় খিচুড়ি-ইলিশ খেতে চাই!
শীঘ্রই দেখা হবে, প্রিয় ক্যাম্পাস!
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩
বর্ষন হোমস বলেছেন: মাত্র এই কয়েকটা কেন?আরো কত কিছুই তো ঘটলো।
যাইহোক পোষ্ট ভালই ছিল