নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

আজকের পাঁচ আফসোস (বোনাস সহ)।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

১। খুব আফসোস লাগে যখন সামাজিক অর্থনৈতিক অপ্রাপ্তি বা অসঙ্গতিকে স্বাধীনতার বিপরীতে দাঁড় করিয়ে দেয়া হয় এবং নাঁকি ঢংয়ে বলা হয় "ত্রিশ বছর পরও স্বাধীনতাকে খুঁজছি"।
২। সিলেটের জঙ্গি মর্জিনাকে নিয়ে যারা নাটক বলেছিলেন তারা নিশ্চয় এখন খুব লজ্জিত। আশা করছি এহেন পারসেপশন নির্ভর স্ট্যাস্টাস দেয়ার আগে গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিবেন। দুএকদিন হাতে সময় নিয়ে দিলে লজ্জাটা পেতে হতো না। কারণ আপনিও এখন একটা মিডিয়া পার্ট আপনার চ্যানেল দেখছে প্রায় ৫০০০ দর্শক। সেখানে ঘটমান হৃদয় বিদারক ঘটনার পরও যদি তারা যুক্তি দেন তাহলে বলবো তারা যুক্তি বিজ্ঞানের অনেক উপরে চলে গেছেন এবং তারা বর্তমানে ত্যানা বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন।

৩। মীর্জা ফখরুল সাহেব, যে কথা বলা মুশকিল সে কথা মুখে না আনাই উত্তম । কিছুদিন আগে আপনি যখন বামপন্থী নেতা ছিলেন তখন কিন্তু স্বাধীনতা বিষয়ে আপনি সব কিছুই মুশকিল আসান করে দেখতেন।

৪। গণহত্যা দিবসের পাশাপাশি সকল জীবিত এবং শহীদ মুক্তিযুদ্ধাদের জন্য একটা দিন "মুক্তিযুদ্ধা দিবসের প্রয়োজনীয়তা অনুভব করছি। ত্রিশ লক্ষ মানুষের জন্য একটা দিন নাই এমন অভিমানের কথা শুনেছিলাম গেরিলা ৭১ এর অনুষ্ঠানে।

৫। মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ দুটি দল বলে দাবীদার আওয়ামীজোট ও বিএনপি জোটের ধর্মভিত্তিক দল গুলার সাথে নানা সময়ের কানেকশন এবং তাদের শক্তিকে ব্যবহারের ফল হলো আজকে আর্থসামাজিক বিভাজন এবং জঙ্গি উৎপাদন। ধর্মভিত্তিক দল সেটা শিব সেনা হোক, আনসার আল ইসলাম হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, ওলামা লীগ হোক, হেফাজত হোক, অথবা ৭১ এর ঘৃণিত জামাত নেজামে ইসলামী হোক সবাই যে কোন সময় ভয়ংকর রূপ ধারণ করতে পারে। এই দুই দলের স্পস্ট রাজনৈতিক এবং আাদর্শিক অবস্থান ক্লীয়ার না হওয়া পর্যন্ত দেশটাতে বিভাজনের রাজনীতি থাকবে।তীব্র বিভাজনের মাঝখান থেকেই বেরিয়ে আসে বাংলা ভা,ই মুফতি হান্নান এবং সর্বশেষ মর্জিনা বেগম।

৬। ১৯৭১ সালের ২৭ শে মার্চ মেজর জিয়া সন্ধ্যা ৭ টা. ৪৫ মিনিটে কালুঘাট "স্বাধীন বাংলা বেতার কেন্দ্র" থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পত্রটি পাঠ করেছিলেন যেটি স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিলো এবং স্বাধীনতা আন্দোলনের চুড়ান্ত সময়ে একটি মাইলফলক দিন। (সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের পর) প্রকৃত ইতিহাস চর্চা করতে চাইলে আজকে "মেজর জিয়ার ঘোষণা পাঠ" দিবস পালন করা যায় যথাযোগ্য মর্যদায়।




মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: সামাজিক অর্থনৈতিক অপ্রাপ্তি বা অসঙ্গতিকে স্বাধীনতার বিপরীতে দাঁড় করানোর লোক নেহাত কম নয়!


সুন্দর পোস্ট!

২| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৫

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।

৩| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.