![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিশ খেলে যাদের এলার্জির সমিস্যা হয় এবং ঠান্ডা পান্তা খেলে যাদের টনসিল সমিস্যা হয় এবং শোভাযাত্রার শোভা দেখে যাদের চেতনা ক্রাশ করে তাদেরকে পহেলা বৈশাখে মিস করবো ভীষণ। একমাত্র দলমত ধর্মনিরেপক্ষ দিবস হলো পহেলা বৈশাখ। একটা রাস্ট্রের বিজয় দিবসের দিনও পাকিপন্থী কিছু মানুষের পরাজয়ের দিন বলে মন খারাপ থাকে। একমাত্র বৈশাখের দিনই কোন চুলকানী থাকার কথা ছিলো না। হ্যাঁ যেটা আপনার পছন্দ না সেটা থেকে বিরত থাকুন, কোন সমিস্যা করছে না। সে বৈশাখ নিয়েও মলমপার্টি চুলকানির মলম বিক্রি শুরু করেছে ত্যানার গাট্টি মাথায় নিয়ে। যিনি পিগের খোয়াড় খুলে দিয়ে বলেছিলেন "আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট" বৈশাখের চুলকানি স্পন্দিতবুকে মনে পড়ে তোমায়। পলিটিক্স নয় এখন সাংস্কৃতিই ডিফিকাল্ট হয়ে গেছে জনাব। আমেরিকান রাষ্ট্রদুতবার্নিকাটকে পর্যন্ত বলতে হয়েছে এমন জটিল রাজনৈতিক রূপ তিনি জীবদ্দশায় আর দেখেননি। জনাব আপনার ধুতরা গাছ এখন ফুলে ফলে বেশ মহিরুহ, আরবে লাগানো নিম গাছের চেয়ে অনেক বড় হয়েছে। (ফ্রম মাই এফবি স্ট্যাটাস) ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
অতঃপর হৃদয় বলেছেন: আচিন, এটা বিজ্ঞাপন দেয়ার জায়গা না। বিজ্ঞাপন দিতে হলে কতৃপক্ষের আথে কথা বলুন।
৩| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২
আচিন বলেছেন: আমরা অনেক এই অনলাইন এ নিউসপেপার পরে থাকি..কিন্তু আমাদের জন্য সকল সংবাদ পত্রের লিংক মনে রাখা সম্ভব হয় না...আর তাই আপনাদের সুবিধার জন্য নিয়ে এলাম একটি সাইট যেখানে বাংলাদেশ আর প্রায় সকল সংবাদ পত্রের খবর ও লিংক খুঁজে পাবেন যাতে আপনি সহজেই অনলাইন এ নিউস পেপার পড়তে পারেন ...
সাইট টি বুকমার্ক করে রাখুন যাতে যে কোনো সময় এ সকল খবর পেতে পারেন....
ধন্যবাদ
http://onpbd.blogspot.com/