![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাত বছর পর প্রধানমন্ত্রী সরকারী সফরে ইন্ডিয়ায়। সুতরাং এখনই সুবর্ণ সময় আপনার এন্টি ইন্ডিয়ান হিসাবে দেখানোর। নিম্ন লিখিত যোগ্যতা থাকলে আপনি এখনই যোগাযোগ করুন:
১। মুরগী চিক্কর দিলেও আপনাকে ত্যানা পেঁচিয়ে বলতে হবে এখানে "র" এর হাত আছে।
২। আপনাকে "আমার দেশ" এবং "সংগ্রাম" পত্রিকার পাঠক হতে হবে অবশ্যই। সে সব পত্রিকা যদি লিখে-" বাংলাদেশে বর্তমানে ১৬ কোটি "র" এর সদস্য আছে"- আপনাকে সেটাই আপন মনে বিশ্বাস করতে হবে।
৩। আপনাকে পুর্ব পাকিস্তান সমর্থক গোষ্টির সদস্য হতে হবে। না হলেও অসুবিধা নাই । আপনি চুপা সুশীল যারা কেবল মাত্র আওয়ামীলীগ বিদ্বেষী তাদের লিখার পাঠক হলেই চলবে।
৪। আপনি যদি মনে করেন আপনি সারা জীবন এন্টি ইন্ডিয়ান হিসাবে থাকবেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে কোন লাভ হবে না। কারণ এই বিরোধীতা তখন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন না বিএনপি ক্ষমতায় যায়। বিএনপি ক্ষমতায় গেলে আপনি ইন্ডিয়া বিষয়ে টু শব্দটিও করবেন না।
৫। আপনার প্রতিরক্ষা বিষয়ে জ্ঞান থাকতে হবে, ল্যান্ড বাউন্ডারী বিষয়ে জ্ঞান থাকতে হবে এমন কোন কথা নেই। চায়নার সাথে করা প্রতিরক্ষা চুক্তি এবং ইন্ডিয়ার সাথে করা চুক্তির মিল অমিল নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আপনি হালকা একটু ত্যানাবাজ হলেই চলবে।
৬। আপনাকে ধর্মভিত্তিক রাজনীতির সমর্থক হতে হবে। তবে সেটা শুধু বাংলাদেশের জন্য। তবে-কিন্তু আপনাকে ইন্ডিয়া সহ অন্যান্য দেশের ধর্মভিত্তিক রাজনীতির বিরোধী হতেই হবে।
৭। একটা জলজ্যান্ত সিংহকে বাঘ বলে যুক্তি দেয়ার ক্ষমতা আপনার থাকতেই হবে- এটা অবশ্যই থাকতে হবে।
আপনি যদি মনে করেন উপরোক্ত সব গুনাবলী আপনার আছে তাহলে আপনি এখনই চলে আসুন পুর্বপাকিস্তান সমর্থক গোষ্টির সদর দফতরে।
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৮
মামহাসান৪৬২ বলেছেন: আমরা জাতি হিসেবে যে কতটা পুষ্টিহীনতায় ভুগছি সেটা আপনার লেখা দেখে স্পষ্ট বোঝা যায়। আর একটা কথা, আজকে অনেকদিন পর ব্লগে আসলাম। এতদিন ব্লগে না এসে মনে হয় খুবই ভালো হয়েছে বলে মনে করছি।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯
ইফতি সৌরভ বলেছেন: যোগ্যতা গুলো একসঙ্গে পাওয়া বিরল এবং সমগ্র দেশেই 'শিয়াল' পন্ডিত খুব বেশি 'সুলভ'!
৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯
ইফতি সৌরভ বলেছেন: যোগ্যতা গুলো একসঙ্গে পাওয়া বিরল এবং সমগ্র দেশেই 'শিয়াল' পন্ডিত খুব বেশি 'সুলভ'!
৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫
কাউয়ার জাত বলেছেন: আপনি কি তবে প্রো-ইন্ডিয়ান? আপনাকে কেউ খুঁজে না দালালির পুরস্কার দিতে?
০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০
আশমএরশাদ বলেছেন: মাইন্ড সেট কতটা খারাপ দেখুন - একজন আওয়ামীলীগ সরকারের সমালোচন করছে তখন একজন এসে মন্তব্য করলেন, আপনি কি বিএনপি জামাত? কেন ভাই বিএনপি জামাত না হলে কি সরকারের সমালোচনা করা যাবে না? আমি মনে করি কেবল মাত্র রাজনীতি করার জন্য যে টুকু ইন্ডিয়া জিগির সেটার বিরোধী আমি। আমি মনে করি ইন্ডিয়ার সাথে মিচুয়াল আন্ডারস্টেন্ডিং এর প্রয়োজনীয়তা রয়েছে।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় নষ্ট...
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮
চাঁদগাজী বলেছেন:
হঠাৎ করে ১ দিনে পন্ডিত হয়ে গেলে, বাকী ৩৬৪ কভাবে যাবে?