নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

জলাবদ্ধতা ও নিন্দার দিক

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০২

চট্টগ্রাম সহ অনেক শহরে জলাবদ্ধতা একটি মারাত্বক সমস্যা। বৃষ্টি না থাকলেও চট্টগ্রামে নদীগুলাতে জোয়ার থাকে এবং নদীতে যখন পানি প্রবাহ বেশী পানি থাকে তখনও দেখেছি শহরের নিচু এলাকা প্লাবিত হয়। অতিবৃষ্টি যখন হয় তখনই দেখা যায় মুল সমস্যাটা অনেক গভীরে।
সমুদ্রপৃষ্ঠের সাথে চট্টগ্রামের অবস্থানের একটা সমস্যা আছে।ফেসসবুকে চট্টগ্রামের পানি বিষয়ে যত গুলা পোস্ট দেখেছি সব গুলাই মেয়রের বিরুদ্ধে। হ্যাঁ এটার একটা কারণ অবশ্যই আছে । কালে কালে চট্টগ্রামে অনেক মেয়র এসেছে গেছে এবং তারা ভুলভাবে নিজের এখতিয়ার বহির্ভুত প্রতিশ্রুতিও দিয়েছে। তাই নাগরিকরা তাদের দিকে সমালোচনার তীর নিক্ষেপ করতেই পারে। একটা শহরের জলাবদ্ধতা আসলে কি শুধু ঐ শহর কেন্দ্রীক?নদীর পানির প্রবাহ কি শুধু এলাকা ভিত্তিক? এত বড় দেশীয় এবং আন্তর্জাতিক সমস্যাকে একজন মেয়র কেমন করে সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন? মেয়রের কার্যাবলী এবং এখতিয়ার কতটুকু সেটা একটু পড়ে দেখার অনুরোধ রইলো। আমি কোন স্পেসিফিক মেয়রকে ডিফেন্স করছি না। অনেক সরকারের অনেক মেয়র এসেছে গেছে কিন্তু সেটা তাদের পক্ষে আদৌ সম্ভব কিনা ভাবার অনুরোধ রইলো। একটা শহরের অন্তত ২৫ ভাগ নীচু জলাভভুমি থাকা দরকার সেটা কি আছে আদৌ?
সমালোচনা বা নিন্দাটা যদি পারফেক্ট জায়গায় না হয় তাহলে সেটা কতটা কার্যকর হবে? সমালোচনাটা করুণ সরকারকে, নানা সময়ের সরকারকে যারা খাল দখল করতে দিয়েছেন নিজের পুত্রদের। সমালোচনা করুন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, ওয়াসাকে। হ্যাঁ মেয়রকে সমালোচনা করুন কেন বেয়াক্কলের মতো এমন প্রতিশ্রুতি তারা ভোট পাওয়ার জন্য দিয়েছিলো সেটার জন্য।

নেদারল্যান্ডস এর নিম্ন ও সমতল ভূভাগের মাত্র ৫০ ভাগ সমুদ্রপৃষ্ট থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত। আর সেজন্য ভৌগোলিকভাবে নেদারল্যান্ডসের আক্ষরিক অর্থ হচ্ছে-"নিম্ন দেশ"। এর আয়তনের ২৬ ভাগ জায়গা নিম্নাঞ্চলভুক্ত এবং জনসংখ্যার ২১ শতাংশ এ ধরনের নিম্ন সমতল ভূমিতে বাস করে। বর্তমানে সমুদ্রপৃষ্টের নিচে নেদারল্যান্ডসের যে জায়গাসমূহে বসতি স্থাপন করা হয়েছে বা কৃষি কাজে ব্যবহার করা হচ্ছে তার পুরোটাই হচ্ছে মনুষ্যসৃষ্ট। তাদের পানি ব্যবস্থাপনা থেকে বাংলাদেশ সরকার কি কিছু শিখতে পারে না?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪

ফকির আবদুল মালেক বলেছেন: অসাধারণ পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.