নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

গল্প হয়ত, কিন্তু "ইসলাম" আছে কি তার লিখায়?

০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫

বিছমিল্লা বলে নজরুল গোলাম মর্তুজার হাতে বোতকার এক প্যাগ তুলে দিলো। ঘোমটা টেনে পাশে বসে চানাচুর খাচ্ছিলো শীলা ভাবী । গোলাম মুর্তজা আলাহামদুলিল্লা বলে পেগটা গলায় ঢেলে দিলো । আর বললো নজরুল ভাই, দিন কাল কেমন চলছে? আফিস তখন বলছে মুর্তজা ভাই দিন ভালোই চলছে। গত সাপ্তাহে প্রায় সব টিভিতে টকশো ছিলো। এমনকি সরকার টিভি ওয়ালাদেরকে আমাকে না নেয়ার জন্য অনুরোধ করা সত্বেও কামাইও ভালো হয়েছে । তাইতো এই জলসার আয়োজন করলাম। সে রকম ভাবে ইন্ডিয়ারে ধোলাই দিছি। মুর্তজা ভাই একটা জিনিস খেয়াল করছেন যে বিষয়ই হোক না কেন আপনাকে ইন্ডিয়ারে টেনে এনে সমালোচনা করতে হবে । দেখবেন আপনার লাইকের অভাব হবে না। মুর্তজা মাথা নেড়ে সায় দিলো এবং গ্লাসটা এগিয়ে দিলো। মুর্তুজা লাজুক হেসে শীলা ভাবীকে বললেন, মাশেআল্লাহ আসিফ ভাইয়ের ঘরে এসে আপনাকে আরো সুন্দর লাগতেছে।
----গল্পটা কাশেম বিন আবু বাকারের স্টাইলে - কাশেম ভাই ক্ষমা করবেন উদাহরণের প্রয়োজনে লিখলাম মাত্র। পাঠক এটা বড় জোর গল্প হতে পারে। (সাহিত্যমান না হয় বাদই দিলাম) কিন্তু ইসলাম কি এখানে আছে?

অথচ প্রথম আলোতে আসিফ নজরুল আজকে উনাকে যে ভাবে ইসলামী সাহিত্যিক দেখিয়েছেন সেটা কি হাস্যকর নয়? যে কোন কথায় ইন্ডিয়ারে টেনে লাইক শিকারের চেষ্টাটা কি ধুর্ততা নয়? আসিফ নজরুল বলেছেন কাশেম বিন আবু বাকরই নাকি এ দেশের সত্যিকার সমাজ চিত্র আঁকতে পেরেছেন। তাহলে উনার নিজের জীবনের নীচের চালচিত্রটি কে আঁকবেন অথবা এমন জীবনধারা উনি কোথায় পেয়েছেন?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

অরন্যে রোদন - ২ বলেছেন: আসিফ নজরুলপন্থী স্পটেড!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.