নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

রূপকল্প (ভিশন) ২০৩০ পজেটিভ ভাবনা।

১১ ই মে, ২০১৭ দুপুর ২:০০

ধন্যবাদ বিএনপিকে। অবশেষে তারা নির্বাচনী ইশতেহার টাইপ এবং অনেক ক্ষেত্রে সুনির্দৃষ্ট মিশনের কথা না বলে বায়বীয় কথা বলে হলেও যে একটি ভিশন-২০৩০ দিয়েছে সেটার জন্য। আর একটা ভিশন না থাকার যন্ত্রণা থেকেও তারা বাঁচলেন। "মবিন ডিগ্রী পাশ করেছে বলে মুহিত আর ডিগ্রী পাশ করার চেষ্টা করবে না"- সেটা নিশ্চয় যুক্তিযুক্ত কথা নয়। বিএনপির ভিশন দেয়া নিয়ে আওয়ামীলীগের "নকল করার" বা "চুরি করার" যে তীর্যক আলোচনা করছে সেটা হাস্যকর। বরং আওয়ামীলীগের উচিত ছিল এটা বলার যে, শেষ পর্যন্ত বিএনপি আওয়ামীলীগের দাবী গুলাকে সমর্থন দিয়েছে এবং একই পথে হাঁটছে। আওয়ামীলীগ অনেক প্রাচীন দল হয়েও তারা সঠিক সময়ে নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মসুচী হাতে নিয়ে যখন ভিশন ২০২১ অথবা ভিশন ২০৪১ দিয়েছে এবং "ডিজিটাল বাংলাদেশের" আওয়াজ তুলেছে এবং অনেকটা সফলও হয়েছে তখন সবাই তাদের প্রশংসা করেছে। আমি মনে করি প্রতিটা রাজনৈতিক দলের অর্থনৈতিক কর্মসুচি থাকা অবশ্যই জরুরী। এখন মুজিব-জিয়া ইজমের চেয়ে অর্থনৈতিক কর্মসুচীই মানুষকে বেশী আকৃষ্ট করবে। বিএনপি অনেকটা নবীন দল হওয়া সত্বেও এত দিন তাদের ভিশন-মিশন না থাকা এবং অর্থনৈতিক পরিকল্পনা না থাকাটাই বরং আশ্চর্য্যের বিষয় ছিলো। ব্যাক্তি হাসিনা খালেদার পারস্পরিক তুলনা না হয়ে হোক ভিশন মিশন এবং অর্থনৈতিক পরিকল্পনার তুলনা, যুদ্ধ হোক অর্থনীতির পরিকল্পনার এবং তার বাস্তবায়নের। লড়াই লাগুক ভিশন ২০৪১ এবং ভিশন ২০৩০ এর মধ্যে। আলোচনা হোক সে সব নিয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ বিকাল ৩:০৬

MAD2017 বলেছেন: রূপকল্প (ভিশন) ২০৩০ নিয়ে এত জেলাসির কি আছে?

২| ১১ ই মে, ২০১৭ বিকাল ৪:০৮

মহেড়া বলেছেন: উনিশ দফার আগে কোন ভিশন বা মিশন লিখা ছিল না বলে কি সেটি কোন অর্থনৈতিক, সামাজিক , রাজনৈতিক বা জাতীয় রূপকল্পের মর্যাদা পায়নি তাহলে???

১২ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৪

আশমএরশাদ বলেছেন: বিএনপির কোন পর্যায়ের নেতা থেকে ১৯ দফা নিয়ে গত ২০ বছরে একটা কথা বেরিয়েছে সে রকম নিউজ আপনি দেখাতে পারবেন না।

৩| ১১ ই মে, ২০১৭ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: যদি বেঁচে থাকি দুই দলের ভিশন দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.