নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

কেকা ফেরদৌসীর দোষটা কোথায়??

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:১০

অনলাইন এবং ফেসবুক সেলিব্রেটিদের একটা কমন রোগ হলো তার অন্যের সেলিব্রেশন সহ্য করতে পারে না এবং তারা ইস্যু না পেলে নিরীহ নিরাপরাধ কেকা ফেরদৌসী কে নিয়েও ট্রল করে। সম্ভবত রাজনৈতিক কোন ব্যাক্তিকে ট্রল করার সুযোগ না পেলে তারা কেকা ফেরদৌসীকে নিয়ে ট্রল করে বিকৃত সুখানুভুতি লাভ করে। আমার খটকা লাগে কেন টার্গেক কেকা ফেরদৌসী ? কেন টমি মিয়া বা অন্য রেসিপি ওয়ালারা নয়? আমিতো দেখি সব রান্নার অনুষ্টান গুলিতে একটা কমন রেসিপির সাথে আরেকটা আনকমন রেসিপি দিয়ে অনুষ্টান সাজানো হয়। কেকা ফেরদৌসীর রেসিপি আপনার পছন্দ না হলে খাবেন না অথবা দেখবেন না। আপনার সমিস্যাটা কি? আপনারতো স্কিপ করার সুযোগ অবারিত। কেকা ফেরদৌসী এখানে কী দোষটা করলো? নাকি সে কী কী রেসিপি নিয়ে অনুষ্টান করবে সেটা আপনি ডিরেকশন দিবেন? বরং ট্রল করে বিশাল পোস্ট দিতে গিয়ে আপনিইতো সময়ের অনেক অপচয় নিজে করলেন এবং অন্যদের করালেন। আপনারা সেলিব্রেটিদের ফলোয়ার হন ভালো কথা। মাথাটা একটু খাটান। পাঁচ হাজার ফলোয়ার থাকলেই তিনি তুলশীপাতা হয়ে যান না। তারা ব্যাক্তিগত ইগুইজম থেকে বের হতে পেরেছেন সেটা ভাবা যায় না। কেকা ফেরদৌসী ক্যাটরিনা কাইফ মার্কা চেহারা এবং গঠনের হলে তার রেসিপির প্রশংসাই মনে হয় বেশী হতো। আমার মনে হয় এটা একটা রেসিস্ট মানসিকতা থেকে উৎপন্ন। সে সুন্দর না তাই তার রেসিপিও সুন্দর না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৩৯

অদৃশ্য যোদ্ধা বলেছেন: ভাই আপনার বানান অনেক ভূল আছে। বানান গুলো আগে ঠিক করেন।

২| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৪০

খরতাপ বলেছেন: দোষটা কেকা ফেরদৌসির নয়, দোষটা চ্যানেল আইয়ের। নরমাল জনপ্রিয় অনুষ্ঠানগুলোকে তারা ব্যতিক্রমি করতে যেয়ে লেজেগোবরে করে ফেলে। ক্লোজআপ ওয়ান যতদিন এনটিভি আয়োজন করেছে, ততদিন এর জনপ্রিয়তা ছিল - চ্যানেল আই যখন সেরা কন্ঠ আয়োজন করতে গেল, তখন তা মানুষের বিরক্তি উৎপাদন করল। রান্নার অনুষ্ঠানে একটি জাতির রুচি এবং সৃষ্টিশীলতা প্রকাশ পায়। মাস্টার শেফ এর পর্বগুলো দেখলে তা বোঝা যায়। কিন্তু রান্নার অনুষ্ঠানের মত একটা সার্বজনীন অনুষ্ঠানে ব্যাতিক্রমি ফ্লেভার আনতে কেউ যদি রান্নাঘরকে তুলে নিয়ে পাহাড় পর্বত সমুদ্র সৈকতে নিয়ে যায়, তাহলে কেমন লাগে? নুডুলস সারা বিশ্বে কমবেশি একই রকম ভাবে খাওয়া হয়। কিন্তু কেকা ফেরদৌসি এই নুডুলস দিয়ে চ্যানেল আইয়ের ব্যতিক্রম ফ্লেভারে যা গেলাতে চান, তা কি মানুষের খাদ্য?

৩| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৪৩

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: কচুর লতি গরুর মাংস কুমিল্লার ঐতিহ্যবাহী খাবার। এরকম মানহানিকর অপপ্রচারের জন্য তার ফাসি হওয়া উচিৎ।

৪| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:১৯

রানার ব্লগ বলেছেন: উনি সুখাদ্য কে কুখাদ্যে রূপান্তর করেন এটাই সমস্যা। বাকি সব ঠিক ঠাক।

৫| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:১৯

আততায়ী আলতাইয়ার বলেছেন: কেউ কি খেয়ে দেখেছে বা বিএসটিআই তে কোয়ালিটি টেস্ট করেছিলো নাকি প্রসেসিং ভালো না লাগার ভিত্তিতে কুখ্যাদ্য রায় দিচ্ছে

৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

ধুতরার ফুল বলেছেন: কেকা,টেকা নিয়া চিন্তা কইরা লাভ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.