![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। গ্রামের বাড়িতে মশা বেশি থাকে - ম্যাজিক মশারী , মশা বিরোধী গায়ে মাখার ক্রিম, ভালো মশার কয়েল, স্প্রে সঙ্গে নিতে পারেন। গ্রামে নানা চিত্রবিচিত্র মশার কয়েল পাওয়া যায় যে গুলা মাঝে মধ্যে মশাকে উল্টা ঘরে আমন্ত্রণ জানায় বলে ধারণা। স্প্রে গুলিও নকল বা রিফিল হবার সম্ভাবনা বেশি।
২। ভাঙ্গতি টাকা নিন - গ্রামে ভাঙ্গতি টাকার বেশি অভাব।
৩। বাড়তি কিছু টাকা বিকাশ /রকেট একাউন্টে ভরে নিন । ফুরিয়ে গেলে বিপদের বন্ধু হবে এই টাকা।
৪। কিছু পলিথিন নিয়ে যাবেন- মাংস নিশ্চয় শুধু খাবেননা - বিলাবেনও। সমিস্যা হলো পলিথিনে ভরে মাংস দিলে দেখতে খুব কম দেখা যায়। কিন্তু এর বাইরে আর কোন বিকল্প নাই আপাতত।
৫। শহরের বাসায় মাংস আনার সহি নিয়ত থাকলে একটা স্ট্রং বালতিকে ব্যাগের বিকল্প হিসাবে নিবেন। বালতির ঢাকনা কোন চিপায় আছে এখন খোঁজ করুন।
৬। গ্রামের মানুষ জনের জন্য নিজের ছোট হয়ে আসা সার্ট যেটা আপনার ভুড়ি বেড়ে যাওয়ার জন্য পড়তে পারছেন না সেটা নিয়ে নেন। পারলে ভালো কোন কাপড় চোপড়ও নিতে পারেন তাদের জন্য ।
৭। যাদের দাঁতের মাঝখানে ফাঁক আছে এক টুকরা মাংস খেলে দুই টুকরা মাংস দাঁতের ফাঁকে লেগে থাকে তাদের অবশ্যই ভালো মানের টুথ পিক, ফ্লস নেয়ার পরামর্শ রইলো। নারিকেল গাছের পাতার শলাকা নষ্ট করার অধিকার আপনার নাই।
৮। বার্ষার টাইম- ছাতাটা ব্যাগে ভরুন এখনই।
৯। যাদের আন্ডা বাচ্চা আছে তারা ঠান্ডা, জ্বরের, এলার্জির ওষুধ সাথে নিবেন। কিছু ওরস্যালাইনতো অবশ্যই রাখবেন। প্রাথমিক এইড বক্স নিশ্চয় সাথে রাখেন।
১০। গ্রামে গাজর টমেটো ভালো পাওয়া যায় না, চাইলে সেটাও নিতে পারেন। ভালো মাংসেের মশল্লার কথা নিশ্চয় আপনার এই মাত্র মনে হলো।
১১। "গরুর চামড়া তুলে নিবো আমরা"- কিন্তু স্পেশাল ছুরি কই? নিতে পারেন সে রকম একটা ছুরি- যেটার অভাব বোধ করবেন কোরবানির দিন।
১২। ফিরতি টিকেট নিয়ে আপনি কি ভাবছেন না মোটেই? এখনই চিন্তা করে ফেলুন না হলে চাকুরী বাঁচানো আমার পক্ষে সম্ভব হবে না।
১৩। কোরবানির দিন কাঁচা মাংস পরিবহনের সময় কখনো পলিথিন বা আবদ্ধ কোন কিছু ব্যবহার করবেন না। মুখ খোলা পাত্রে পরিবহন করবেন। নীচে কলাপাতা দিয়ে বাঁশের তৈরী পাত্র তথা লাই দিয়ে পরিবহন করুন। গাড়ি জ্যামে পড়লেও ঠিক থাকবে এবং এক কোরবানির মাংস আরেক কোরবানি পর্যন্ত খেতে পারবেন।
১৪ । আর মনে পড়ছে না - আপনাদের মনে পড়লে যোগ করুন। আমি ঢাকায় থাকবো। আমার জন্য মাংস আনতে ভুলবেন না।
আপনি পরিবেশ বন্ধু। গরুর রক্ত ভুড়ি যেন খালে বিলে না ফেলে সেটার ব্যাপারে সতর্ক থাকুন লোকে আপনারে টিটকারী মারবে এবং বলবে "হেইয়া কোত্থেন আইলো " । কিন্তু আপনি আপনার সচেতনতা জারী রাখবেন। পৃথিবীটাকে সুন্দর রাখছে কিছু পাগল লোক। চালাক সুশীল নিরপেক্ষ লোক মানে "ধরি মাছ না ছুঁই পানি।" আপনি নিশ্চয় পাগলদের দলে নাম লিখাবেন?
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৭
আশমএরশাদ বলেছেন: ছাগু খান আপনি? একবার শখ করে দিয়েছিলাম কিন্তু তারপর বুঝেছি কোরবানি মানে গরু গরু এবং গরু। একবেলা খাওয়ার পর আর খাওয়া হয়নি ছাগুর মাংস।
২| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১১
এম আর তালুকদার বলেছেন: ছোট বেলায় দেখেছি কুকুরে গরুর ভুড়ি নিয়ে বিবাদ করে এখন সেই স্থান মানুষ দখল করেছে। ভুড়ি খালে বিলে পরবেনা নিশ্চিত থাকুন।
৩| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
৪| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪
ফকির আবদুল মালেক বলেছেন: স্মরণশক্তির যে অবস্থা এত উপ-দেশ কোন দেশে রাখি!
তাও আপনারে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: আর যারা ছাগল খেতে বাড়ি যাবে তাদের জন্য কি পরামর্শ।
আমি কিন্তু ছাগল খাওয়ার দলে।