নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

এটিন বাংলার মাহফুজুর রহমানের প্রতি মধ্যবিত্ত সমাজের পরিশ্রীকাতরতা এবং ঈর্ষার কারণ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০

সমালোচকদের কাছে মাহফুজুর রহমানের গান সমস্যা না, গানের কোয়ালিটিও সমস্যা না - সমস্যা মাহফুজুর রহমান নিজে বলে আমার ধারণা। কারণ এই সময়ের মাহফুজুর রহমানের চেয়ে খারাপ গান গাওয়া, যন্ত্র দিয়ে নকল সুরে গান গাওয়া লোকের অভাব নেই। "একজন মাহফুজুর রহমান" নিজে তাদের এলার্জি এবং পরিশ্রীকাতরতা কারণ বলে মনে হয়।
কথিত আনস্মার্ট চেহারা, বিশেষত নিজস্ব হেয়ার স্টাইল, বয়স হবার পরও সুন্দরী স্ত্রী থাকা, কিছুটা রাজনৈতিক সংশ্রব (যেটা নিজের স্বপক্ষের রাজনীতি না) , নিজের একটা চ্যানেল থাকা, সমালোচকদের নিজের যোগ্যতা তার থেকে বেশী আছে বলে মনে করা , এতে নিজেকে ভাগ্য বঞ্চিত মনে করার কারণে তারা পরশ্রীকাতর হয়েছেন বলে আমার মনে হয়। স্ত্রীকে প্রমোট করার বিষয়টা তাদের মনে নিত্য জ্বালা দিয়েছে নিজের ব্যর্থতাকে সামনে এনে দিয়েছে এবং সমালোকদের চোখ নিজের স্ত্রী নিয়ে আহ্লাদ করার ব্যাপারে উদার , সহনশীল অথবা অভ্যস্থ ছিলো বলে আমার মনে হয় না। যারা সমালোচনা করছে তাদের নিজের একটা চ্যানেল থাকলে বুঝা যেত তারা গান টান গেয়ে সরলাব করতো কিনা। :)

আমি সমালোচনার বিরুদ্ধে নই। সেলিব্রেটিদের নিয়ে সমালোচনা থাকবে । আমি শুধু আমাদের মনস্তাত্বিক কারণ গুলাকে সামনে আনার চেষ্টা করেছি। সমালোচনা চলুক তবে মাইনর বিষয়ে মেজর বাড়াবাড়ি কম হোক সেটা প্রত্যাশা করি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটিন বাংলার মাহফুজুর রহমানের
অহংকার করার অনেক উপাদান আছে।
ক্ষতি কি? যে কেউ পারলে তাকে
টেক্কা দেবার চেষ্টা করতে পারেন।
সেটা দোষের নয়, কিন্তু আমরা
তা না করে হিংসায় জ্বলি।
পরশ্রীকাতরতা বাঙ্গালীদের
অস্থি-মজ্জায় মিশে একাকার
হয়ে আছে।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

শায়মা বলেছেন: সম্রাট শাহজাহান যদি মমতাজ মহল বানাতে পারেন তবে মাহফুজুর রাহমান কেনো ইভা রাহমানকে দিয়ে গান গাওয়াতে পারবেন না! তার দিকে ঠিকই আছে। তবে কে সেসব শুনবে আর শুনবে না সেসব তাদের ব্যাপার! কেউ কারো আনন্দ ও যোগ্যতাতে ভাগ বসাতে গিয়ে নিজে না আনন্দ পেয়ে হিংসা করবে কি ক্রিটিসাইজ সেটাও তাদের ব্যাপার। তবে এটা সত্য কারো ব্যাক্তিগত আনন্দে কারো হাসি পেলেও তাতে যেমন কিছু বলার নেই তেমন সেই আনন্দময় জীবনে সুখী মানুষটার সুখ বা আনন্দ থেকেও কিছুটা আলোকিত আনন্দ উপভোগ করার চেষ্টা করা উচিৎ।


শুধু মাহফুজুর রাহমানের কথা বলছি না আমার যে কোনো সুখী আনন্দিত মানুষ দেখতে খুবই ভালো লাগে। সুখী ও আনন্দিত মানুষের এক ধরনের আলোকচ্ছটা আছে যা দিয়ে চারিদিক একটু হলেও আলোকিত উজ্বল হয়ে ওঠে!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

রুহুল আমিন খান বলেছেন: মাহফুজুর রহমানের সাথে বিয়া হবার আগে থেকে ইভা রহমান একজন লোকাল স্টেজ পারফর্মার ছিলেন। তার মেইন প্রবলেম হল ভালো কোন লিরিক্স বা মিউজিক ডিরেকশনে গান করেন না।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

নতুন বলেছেন: রুচিত একটা বিষয় আছে যেটা সে করে সেটা তাকে মানায় না। সেই কারনেই মানুষ সমালোচনা করে।

আর তিনি মনে হয় একবার বলেছিলেন যে তার শরিরে ডিএনএ নাই... ( মানে হইলো ডিএনএ কি জিনিস তিনি জানেনা বা বোঝেন না)

তাই তিনি এই রকমের কথাবাতা` বলেই জনগনের মাঝে পরিচিত হয়েছিলেন...

তিনি ড: ডিগ্রী ধারী তাই এই রকমের কাজে অনেকেই তার সমালোচনা করেন।

তার চেয়ে অনেক ধনী বাংলাদেশে আছে তার সমালোচনা লোকে এতো বেশি করেনা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২

নতুন বলেছেন: হলিউডে এই রকমের একটা সত্য ঘটনা নিয়ে মুভিও বানাইছে....

https://www.youtube.com/watch?v=9rRVCNffvKk

http://www.imdb.com/title/tt4136084/?ref_=nv_sr_2

Storyline

Florence Foster Jenkins, an heiress from NYC, always wanted to be a concert pianist and play Carnegie Hall. An injury in her youth deterred that dream, so she sets out to sing her way to Carnegie Hall, knowing the only way to get there would be, "Practice, practice, practice". Her husband supports her venture, and Florence Foster Jenkins' performance at Carnegie Hall becomes a truly historic event. Written by stephen scialli

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.