নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

গেম খেলেও মানুষ মরতে পারে- বিশ্বাস করলাম

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

ইউনিপেতে লোকজন কাউরে না দেখে বিশ্বাস করে টাকা দিয়েছিল। মোবাইলে জ্বিনের বাদশারে ভয়ে এবং ভক্তিতে টাকা দিতে পারলে-মোবাইলে লটারী জেতার কথা শুনে নগদ টাকা বিকাশ করতে পারলে- বিদেশী ফেসবুক বন্ধু গিফট পাঠিয়েছে, কুরিয়ার খরচ দিত হবে এটা বিশ্বাস করে যদি লাখ লাখ টাকা দিতে পারে।
ইমেলে বিদেশী ব্যাংকে পড়ে থাকা কোটি কোটি টাকা আপনারেই দিতে চায় (আপনি ছাড়া এ জগতে আর কোন বোকা নাইতো তাই) এটা বিশ্বাস করতে পারলে- হযরত আদম (আঃ) কাপড় পড়েছিলো সে সময় কাপড় আবিস্কৃত হয়েছিলো এটা বিশ্বাস করে আমীন লিখতে পারলে
মুল্যবান ভোট শুধুমাত্র "নেত্রী সুন্দর" এই যোগ্যতায় অবলীলায় দিতে পারলে -হাওয়া ভবন বর্তমানে সৎ ভবন হয়ে সততার দোকান দিয়েছে এটা ভাবতে পারলে-- আসিফ নজরুল , সাংবাদিক জাফরুল্লাহ নিরেপক্ষ লোক এটা বিশ্বাস করতে পারলে-
ফেসবুকে কোন ফেক আইডি সুন্দরী মেয়ের ছবি দিয়ে সাহায্য চাইলে, ফোন নাম্বর চাইলে যদি সাহায্য দেয়ার লোকের অভাব না হয়; জামাতের ইসলামের ইসলামকে প্রকৃত ইসলাম ভাবতে পারলে-ভন্ড আরামবাগী কুতুববাগীর ভক্ত হতে পারলে-
গেম খেলেও মানুষ মরতে পারে- বিশ্বাস করলাম। :)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


ব্লগে এত বেশী আলোচনার কারণে, খেলাটার প্রতি আমার আগ্রহ বাড়ছে।

২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

হাফিজ হুসাইন বলেছেন: কালে কালে আরো কত কি শুনব রে ভাই।
রাম রহিম ভন্ড গান গায়, সিনেমা বানায়, ২৪ ঘন্টা নারী বেষ্টিত থাকে আবার রক গানও গায় তা জানার পরেও লোকেরা তাকে সৃষ্টিকর্তার দূত মনে করে।

৩| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

হাফিজ হুসাইন বলেছেন: কালে কালে আরো কত কি শুনব রে ভাই।
রাম রহিম ভন্ড গান গায়, সিনেমা বানায়, ২৪ ঘন্টা নারী বেষ্টিত থাকে আবার রক গানও গায় তা জানার পরেও লোকেরা তাকে সৃষ্টিকর্তার দূত মনে করে।

৪| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: lol

৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: হুম অসম্ভব কিছুনা।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

মেহেদী হাসান তামিম বলেছেন: absolutely right u r. i do agree

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.