![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। সোফিয়াকে আনলো কেন? যত আদিখ্যেতা?:
উত্তর: এখানে সোফিয়ার কথোপকথন এর চেয়ে তার ফেসভ্যালু এবং অনুষ্টানের বিজ্ঞাপন এবং মিডিয়া হান্টিং করা হয়েছে। সোফিয়া এখানে উদ্দীপকের ভুমিকা নিয়েছে। বিজ্ঞানের উন্নতিকে পরিচিত করা, নতুন প্রজন্মকে উচ্ছসিত করা এবং এসব উচ্ছাসের পরবর্তী ফিডব্যাক হবে ধীরে ধীরে বিজ্ঞান মনস্ক একটা জাতিতে পরিণত হওয়া। অনুষ্টানে নতুন প্রজন্মের ব্যাপক ভীড় প্রাথমিক লক্ষ্য পুরণ হয়েছে। ছোট শিশু কিশোরেরাও ঘরে ঘরে ব্যাপক কৌতুহলী হয়েছে। কৌতুহলই পরবর্তী জানার প্রথম ধাপ। কত টাকাইতো লুট হয়। বিজ্ঞানের জন্য না হয় একটু খরচ হলো। গুলশানে বসে মেকআপ করার চেয়ে, অপটিকেল ফাইবারের ফ্রী লাইন না নেবার চেয়ে এসব নিয়ে আরো আদিখ্যেতা হলে ক্ষতি নাই বরং লাভ।
২। সোফিয়াকে নিয়ে অতি মাতামাতি কি ভালো হয়েছে?
উত্তর : কোন একটা নতুন ঘটনা ঘটলে সেটা নিয়ে নানা স্কেলে মাতামাতি হবে। ঘোষক বিতর্ক/ রাজনৈতিক হাউকাউ এর চেয়ে বিজ্ঞানের একটা জিনিস নিয়ে লোকে একটু বলুক না। সোফিয়া জন্মের মাত্র দুমাসের মাথায় এ দেশে এসেছে । মানুষ এক্সসাইটেড থাকতে পারে।
৩। কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কি কিছু আছে? যন্ত্রের আবার বুদ্ধি কি?
উত্তর: হ্যাঁ অবশ্যই আছে। বুদ্ধি হলো একধরণের তথ্যের সংশ্লেষণ। আমাদের যে বুদ্ধিমত্তা সেটা জৈবিক আর সোফিয়ার যে ম্যাকানিজম সেটা ইলেক্ট্রনিকস। ছোটকাল থেকে আমাদের শিখাটাকে প্রিসেট তথ্যই। আমরা কথা বলার সময় সেখান থেকেই বলি। অনেক শব্দ ভান্ডার থেকে শব্দ বাঁচাই করেই বলি। সোফিয়া শুধু ন্যারেটর না। "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো ইনপুট ডাটাকে এনালাইজ করে মেমোরি ডাটার সাথে রিজন করা, এবং সবচেয়ে রিজোনেবল একটি আউটপুট দেয়া। ইন্টেলিজেন্স হলো রিজনিং পাওয়ার, ন্যাচারাল ইন্টেলিজেন্সে এ কাজটি করে থাকে বায়ো-ব্রেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এটি করে থাকে কমান্ড-ড্রাইভেন ব্রেইন। বায়ো-ব্রেইনের দক্ষতা এ কাজে অত্যন্ত বেশি, তাই মানুষের ইন্টেলিজেন্স সোফিয়ার চেয়ে বেশি। সোফিয়ার ইন্টেলিজেন্স কম হতে পারে, কিন্তু যন্ত্রের কোনো ইন্টেলিজেন্স থাকতে পারে না এটা অত্যন্ত ভুল কথা। "(কপি ফ্রম এমডি মহিউদ্দিন)
৫। একজন বলেছেন সে নারীর আদল কেন? নারী কে পণ্য বানানো হলো কেন?
যিনি বানিয়েছেন তিনি একজন পুরুষ। সুতরাং একজন পুরুষের প্রিয়তমা মানুষটিও নিশ্চয় নারী ছিলো। আর নারী হওয়াতে যে সুবিধা সেটা হলো নারী ভয়েজ দেয়া গেছে । নারী ভয়েজ অনেক বেশি ক্লিয়ার একটা পুরুষ ভয়েজ থেকে। শুধু পণ্য না ভেবে পুজারীও ভাবা যায়। মোনালিসা নারী কেন ? দেশকে ফিমেল জেন্ডার হিসাবে বলি কেন? এসব প্রশ্নের উত্তর জানলে এই অবান্তর প্রশ্ন আসতো না। মজা করার জন্য বলি কেউ তার রোবটকে ডিপজল বানাবে না সোফিয়া বানাবে সেটা তার ব্যাপার। আর কেউ প্রডাক্ট বানানোর সময় মার্কেট এড্রেস না করে বানায় না। ভোক্তার চাওয়া অবশ্যই রিফ্লেক্ট করে।
৬। গায়ে ওড়না বা পোশাক কেন?
যে কোন দেশের কৃষ্টিকালচারকে রিপ্রেজেন্ট করার জন্য পোশাকের আগমন। মানুষতো পোশাক পড়ে । এর বাইরে পোশাকের মধ্যে আমাদের দেশের জামদানিকে তুলে ধরা হয়েছে। একদম নগ্ন থাকার চেয়ে পোশাক পড়া বা ওড়না পড়ানোতে সমস্যা কি হয়েছে ঠিক বুঝা গেলো না।
৭। তাকে ফর্সা বানানো হলো কেন? এটা কি বর্ণবাদ নয়?
ফর্সা রঙে আলোর প্রতিফলন ভালো হয়। একজন কৃষ্ণাঙ্গ মেয়েও ফর্সা হতে চায়। ফর্সাতে আলোকচিত্র ভালো আসে এবং যিনি বানিয়েছেন তিনিও ফর্সা । ফর্সা হতে চাওয়া মানেই বর্ণবাদ নয়। বর্ণের কারণে বৈষম্যই মুলত বর্ণবাদ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
রাজু সিদ্দিক বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ ।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বলেছেন।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর যুক্তির জন্য ধন্যবাদ, কিছু মানুষ আছে যেকোনো বিষয়ে সমালোচনা করাই এদের স্বভাব।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু এটুকু থাকলেই ঠিক ছিল। কিন্তু মিডিয়ার কারণে লেবু তিতা হয়ে গিয়েছে...
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
চুলবুল পান্ডে বলেছেন: দালালের আগমন জুতাসহকারে গদাম
৭| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: হাইস্যকর।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
নতুন বলেছেন: কিছু মানুষ থাকবেই যাদের কলিজা রান্না কইরা দিলেও বলবে লবন কম হইছে....
আমরা পজিটিভ কম দেখি... ।