![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধ এবং তার চেতনা নিয়ে অন্যপক্ষের তেমন আবেগ বা প্রতিযোগিতা চোখে পড়ে না। দায়সারা কর্মসুচী দেয় এবং আবেগ উচ্ছাস চোখে পড়ে না। মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করলেও ঐ ভাঙ্গাকুলা আম্লীগই করে/ এটা নিয়ে আবেগ উচ্ছাস দেখালেও ঐ হারাধন আম্লীগই। গুলশানবাসীরা (বিএনপি) আমলীগের ব্যবসা দেখে শুধু ঈর্ষা দেখায় মাঝে মধ্য। ব্যবসা ভাগানোর চিন্তা নেই তাদের। চিন্তা বিষয়টিকে ব্যবসা থেকে চ্যারিটি করে নেয়ার। তারা বরং আরো বেশি মনোযোগ দিচ্ছে "ধর্মীয় চেতনা" ব্যবসার দিকে। ভোটের বাজারে যেটি আরো বেশি লাভবান।
বিএনপির মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতার ঘোষণা পর্যন্তই। অথচ মুক্তিযুদ্ধ মানে শুধু নয় মাসের মুক্তিযুদ্ধ নয়। যে যুদ্ধের বীজ বপন হয়েছিলো আর অনেক অনেক আগে থেকেই। সে ইতিহাসে তাদের মন নেই।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র শুরু ছিল ১৯৭৫ সালের হত্যার মাধ্যমে, তাদের বিজয় সেটাই
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
মিঃ আতিক বলেছেন: বিএনপির একটা দুর্ভাগ্য ওরা প্রমান ছড়াই(অনুমানের ভিত্তিতে) খুনি।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: ২ নম্বর মন্তব্যের সাথে সহমত।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র শুরু ছিল ১৯৭৫ সালের হত্যার মাধ্যমে, তাদের বিজয় সেটাই।
সুধু বিম্পির শুরু না ১৫ই আগষ্ট মুজিব হত্যার মাধ্যমেই বিম্পির জন্ম। নেত্রী খালেদা ম্যাডামের জন্ম দিনও ঠিককরা হয় সেই দিন তারিখই।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: lol
ক্ষমতায় আসুক না একবার। এবার জিয়াকে প্রথম প্রেসিডেন্ট বানাইয়াই ছাড়বে চামচারা...
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
তারেক_মাহমুদ বলেছেন: সঠিক উপলব্ধি