![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। **** হালকা ত্যানা পেঁছিয়ে বলতে পারেন - "তবুও আমার আনন্দ কম হচ্ছে না।" (ভুলেও বলবেন না আনন্দ বেশি বেশি হচ্ছে।)
২। মিথ্যা করে হলেও বলবেন এটা দরবেশের লুটপাটের টাকায় করা। (যদিও বেক্সিমকো গ্রুপ এবং বসুন্ধরা দুই গ্রুপই ফ্রীকোয়েন্সি বরাদ্দের এজেন্সিশীপ পাওয়ার একটা সম্ভাবনা আছে। )
৩। নানাবিধ গল্প ফেঁদে এবং হালকা ক্যালকুলেটর টিপে বলতে পারেন- এত টাকা খরচ করে ১৫ বছরে লাভ তুলতে পারবে'তো? দেশের মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে রকেট তুলা হচ্ছে? যমুনা সেতু /পদ্মা সেতু বানানোর সময় যেমন বলেছিলেন ৫/১০ টাকায় ফেরী পার হওয়া যায়, এত টাকা দিয়ে সেতু বানিয়ে লাভ কী? টোলই যদি ১০০ টাকা লাগে?
৪। বলবেন আগে এটা দূর হোক ঐটা দূর হোক । দেশের দারিদ্রের হার কমুক। হালকা মানবতাবাদী আবেগ এবং হাইপোথিটিকেল টার্ম যোগ করে রিজভীর সংবাদ সম্মেলনীয় ভাষায় বলবেন; বিশাল বিশাল বিজ্ঞানী ঘরে ঘরে জন্ম নিক । তারপরে না হয় ২০৯০ সালের কোন এক ঈদের পরের দিকে স্যাটেলাইট তুলা যাবে। (তখন আপনার পছন্দের কক্ষপথ আপনার শ্বশুর পক্ষের লোকজন রেখে দেবে।)
৫। উপরের ৪টি পয়েন্ট যদি কাজে না দেয় তাহলে ডিরেক্ট লাজ শরমের মাথা খেয়ে বলবেন "এটা তারেক জিয়ার ১৯৮০ সালের স্বপ্ন ছিলো।" কারণ সত্য মিথ্যা যাচাই করার সময় এদেশের মানুষের নাই।
২| ১২ ই মে, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: ভালোই বলেছেন।
৩| ১২ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১
শাহারিয়ার ইমন বলেছেন:
৪| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:২১
ক্স বলেছেন: বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
৫| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: দেশের এগিয়ে যাওয়া যারা পছন্দ করেনা তাদের হাতে সব সময়ই ত্যানার বান্ডেল থাকে, এতো সব ভাবার সময় কই?
৬| ১২ ই মে, ২০১৮ রাত ৮:০৯
কলাবাগান১ বলেছেন: তারপরে না হয় ২০৯০ সালের কোন এক ঈদের পরের দিকে স্যাটেলাইট তুলা যাবে।
৭| ১২ ই মে, ২০১৮ রাত ৮:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ত্যানা তো অলরেডি প্যাঁচিয়ে গিয়েছে। অপেক্ষা করুন কিছুদিন...
৮| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অযথা টাকা নষ্ট। এই টাকা বুয়েট অথবা ঢাবি অথবা অন্যকোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষনার কাজে ব্যয় করলে দেশ ও জাতি দীর্ঘ মেয়াদী লাভবান হতো।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৮ বিকাল ৩:০৩
একাল-সেকাল বলেছেন: বঙ্গবন্ধু স্যাটেলাইট ১৫ বছরে আয় করবে ১৪১০ কোটি টাকা, শুধু ব্যাংক থেকে গায়েব হয়েছে ৪০০০ কোটি টাকা(যা অর্থমন্ত্রি কর্তৃক স্বীকৃত, যদিও বা উনি বলেছেন, “ এটা বড় অংকের টাকা নয় ”! ) তাহলে বাঙ্গালী কী অংকে দুর্বল বলেই সরকার মুলা ঝুলালো ?