নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম আল-আমিন এর জগৎ ..।

এস এম আলআমিন

নিজে ছোট্ট মানব। তাই কারো সাথে টক্কর দিতে চাইনা। ছোট পত্রিকায় কাজ করি তাইতো অপসাংবাদিকতা করতে পারিনা। নিজেকে, নিজের লেখাকে ছোট্ট হিসাবেই জাহির করতে চাই।

এস এম আলআমিন › বিস্তারিত পোস্টঃ

বগুড়া শাজাহানপুরে ঝুকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

বগুড়া শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের মাসিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। বর্তমানে বিদ্যালয়ের পুরাতন টিন সেডের ভবনটি খুবই ঝুকিপূর্ণ। ১৯৩০ সালে প্রতিষ্ঠার পর বিদ্যালয়টি কাঁচা মাটির ঘরে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। ১৯৯৪ সালে এলজিইডি বিদ্যালয়ে আইডিয়াল প্রকল্পে টিনসেডের একটি ভবন নির্মাণ করে। নির্মাণের বহু বছর পার হলেও ভবনটির উল্লেখযোগ্য কোন মেরামত হয়নি। ফলে দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল এবং টিনের চালে ফুটো হওয়ায় হালকা বৃষ্টিতেও শ্রেণি কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ ভবনের ৫টি কক্ষের মধ্যেই ৪টি কক্ষ একেবারেই ব্যবহারের অনুপযোগী। পরে নতুন একটি ভবন নির্মাণ হলেও ছাত্র-ছাত্রী বেশী হওয়ার কারনে নতুন এবং পুরাতন উভয় কক্ষগুলোতেও পাঠদান কার্যক্রম চালু আছে। বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা এ ভবনে ক্লাশ করতে চাচ্ছে না আবার ক্লাশ না করলেও তো উপায় নেই। তাই জীবনের চরম ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা ক্লাশ চালিয়ে যাচ্ছে। অবিলম্বে বিদ্যালয়টি মেরামত না করলে যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই সরকারী সাহায্য সহযোগীতা দিয়ে বিদ্যালয়ের ঝুকিপূর্ণ ভবন মেরামত করা প্রয়োজন। ঝুকিপূর্ণ ভবনে ক্লাশ নেওয়ার ব্যাপারে প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা এবং প্রধান শিক্ষক গোলাম রব্বানীর কাছে জানতে চাওয়া হলে তারা বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি লিখিত ভাবে জানিয়েছি কিন্তু এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার সর্বসাধারণ উদ্বিগ্ন। তারা জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.