![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে ছোট্ট মানব। তাই কারো সাথে টক্কর দিতে চাইনা। ছোট পত্রিকায় কাজ করি তাইতো অপসাংবাদিকতা করতে পারিনা। নিজেকে, নিজের লেখাকে ছোট্ট হিসাবেই জাহির করতে চাই।
বগুড়া শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের ভিজিডি কার্ড আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ ইউপি চেয়ারম্যান ইউনুছ আলীর বিরুদ্ধে।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর করা অভিযোগ সূত্রে জানা যায়, খোট্টাপাড়া ইউনিয়নের জুসখোলা গ্রামের মিলনের স্ত্রী জোসনা বেগম
ও জালশুকা গ্রামের হাফিজারের
স্ত্রী নাহিদা বেগমের ভিজিডি
কার্ডের চাল চেয়ারম্যান নিজেই
উঠিয়ে আত্মসাত করছেন।
নাহিদা এবং জোসনা বেগম
চেয়ারম্যানের কাছে কার্ড চাইতে
গেলে তার চাহিদা অনুযায়ী টাকা
দিতে না পারায় তাদেরকে কার্ড
দেওয়া হয়নি। উল্টো চেয়ারম্যানের
সহযোগী ইউপি তথ্যসেবা পরিচালক
ইয়াকুব আলীর মাধ্যমে নানা ভয়ভীতি
প্রদর্শন করা হয়। ভুক্তভোগী জোসনা ও
নাহিদার সাথে কথা বললে তারা
জানায়, গত ৬/৭ মাস হয়ে গেল
আমাদের কার্ডের চাল চেয়ারম্যান
তুলে নিচ্ছে আমাদের দিচ্ছে না।
তাই বাধ্য হয়ে আমরা উপজেলার
চেয়ারম্যান ও ইউএনও বরাবর অভিযোগ
করেছি যাতে আমাদের কার্ড ফিরে
পাই।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের সাথে
বার বার ফোনে যোগাযোগের
চেষ্টা করা হলেও তাকে পাওয়া
যায়নি।
তবে এ ব্যাপারে শাজাহানপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা
রুবায়েত খান বলেন, অভিযোগ
পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত
ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে
শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান
সরকার বাদল জানান, আমার কাছেও এ
ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে
তদন্তভার দিয়েছি। প্রমাণ পাওয়া
গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
©somewhere in net ltd.