![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে ছোট্ট মানব। তাই কারো সাথে টক্কর দিতে চাইনা। ছোট পত্রিকায় কাজ করি তাইতো অপসাংবাদিকতা করতে পারিনা। নিজেকে, নিজের লেখাকে ছোট্ট হিসাবেই জাহির করতে চাই।
একটি নিউজের ক্রিপ্ট জীবনেও লিখতে পারেনা বা পারবেনা। অথচ নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। দিস বেশ ভালো কথা। তাও আবার টিভি চ্যানেল এর। ওরে বাব্বা! যে কিনা পত্রিকায় লিখতে পারেনা, সে নাকি টিভি রিপোর্টার। হ্যাঁ, এতোক্ষণ যার কথা বলছিলাম, তিনি আর কেউ নয়। বগুড়া শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহিন আলমের কথা। বাবা মৃত ইয়াকুব আলী, সাং আতাইল। তবে বলতে হয়, চিটিং ও ফিটিং দুই ধরনের বুদ্ধি ই মাথায় গিজগিজ করে। এর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ সাংবাদিক রা। সাংবাদিকরা কোন ক্রাইম বা দুর্নীতির রিপোর্ট করতে গেলে কারাপ্টেড ব্যাক্তিদের আস্তাভাজন হয়ে সাংবাদিক দের বাধা হয়ে ইনি খুব দাড়াতে পারেন। জানিনা, ইনার খুটির জোর কোথায়....
তবে শনিবার এটিএন বাংলা বগুড়া অফিসে নিজে মাফ চাইছেন। আমাদের বগুড়া অফিসের ক্যামেরাপার্সন আজিজুল হাকিম ভাই দয়ালু দেখেই বুড়োর ইহেন কার্যকলাপ মাফ করেছেন মনে হয়।
একটা কথা কি, কুকুরের বাকা লেজ কখনো সোজা হয়না। আমাদের মনে রাখতে হবে।
©somewhere in net ltd.