নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো পরিবর্তন হওয়ার আগেই পরিবর্তিত,তুমি কি?

আশরাফুল নবী ওসমানী

খুব সাধারণ ভাবে অসাধারণ কিছু করার চেষ্টা করি।

আশরাফুল নবী ওসমানী › বিস্তারিত পোস্টঃ

কমলাপুর ট্রেন স্টেশন আমাকে আজও ভাবায় তোমার কথা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

বব বুই এর ডিজাঈন কমলাপুর ট্রেন স্টেশনে যতটা বড় তার থেকেও বড় স্টেশন ঘিরে আমার স্মৃতি। আমি প্রথম কবে কমলাপুর গেছি আমার খেয়াল নাই। তবে আমার জীবনে ওই স্টেশন টার মূল্য অনেক আর তার পিছনে দাই আমার বাবুই পাখি।হুম ওকে আমি বাবুই বলেই ডাকতাম। ও বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর আসবে আর আমি যাব নারায়ণগঞ্জ থেকে।২৪ শে এসে কাওকে ভালবেসেছি আজ তাকে দেখব। যখন ট্রেন টা থামল আমার বুক ধড়ফড় করছিল। দেকলাম দূর থেকে শান্ত একটা মেয়ে হেটে আসছে।বিশ্বাস করেন আমি যেন আমার মাঝে ছিলাম না।ওর হেটে আসা দেখছিলাম। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়।এর পর চলতে থাকে আমাদের ভালবাসার পথ।ওনেক সুখের সময় কাটিয়েছি আমরা কমলাপুর স্টেশন এ। আমরা বসে থাকতাম প্লাটফর্মএ।দেখতাম ট্রেন থেকে নেমে আসা মানুষ এর ঢল। ওনেক মজাও করতাম ছোটখাটো বিষয়ে।একদিন টানা ৩ টা ট্রেন মিছ করেছিলাম আমরা। এভাবে ভালই চলছিল সময়,তারপর হঠাৎ একদিন কিছু না বলেই সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় আমার বাবুই পাখি।এখনো ফেসবুক এর পিক চেঞ্জ করে ও। এখনও ফোন এ রিং হয়। কিন্তু যোগাযোগ করে না আমার সাথে। মেডিকেল এর মেয়ে কে জানে এটা কোন ধরনের অপারেশন ছিল।তবে ক্ষত টা যে ওনেক গভীর সেটা ও ভুলেও জানবে না। আজও আমি কমলাপুর স্টেশন এ যাই,আজও তাকায় থাকি এই বুঝি ট্রেন থেকে নেমে দীপ্তপায়ে হেটে আসবে।আজও ওই জায়গা তে বসি যেখানে বাবুইর সাথে বসে ছিলাম,তফাৎ হল আজ আমি একা। ট্রেন আসে ট্রেন যায়,আসেনা সুধু বাবুই টা।বাবুই আমার উড়াল দিয়েছে।যেখানে থাক ভাল থেক।
তোমার ভেম্পায়ার।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



কিছু বলার নেই।
স্টেশনে গেলে হয়তো, এখন থেকে মানুষের দীর্ঘশ্বাস শুনতে পাবো।

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

আশরাফুল নবী ওসমানী বলেছেন: হমমমমম ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.