![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন খোলা মনের মানুষ, আছি এবং থাকবো
যে বন্ধু দেশ বাংলাদেশের সীমান্তে কৃষক আর গরু কারবারিদের ধরে নিয়ে মেরে ফেলে বাহাদুরি দেখায়, তারা এখন আমাদের দেশ দখলের হুমকি দেয়, এমনটা হওয়াই তো স্বাভাবিক,
তবে আমরা উঠতে-বসতে যে দেশটিকে প্রতিনিয়ত গাল মন্দ করি তাদের কাছে সেইসব বাহাদুররা একটি মাছি মারতেও সাহস দেখায় না,এমনকি নেপাল ও চীনের সাথে তো নয়ই।
অন্যায়-অত্যাচার বিরুদ্ধে ও অধিকার আদায়ে প্রতিবাদ প্রতিরোধে যখন প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং দীর্ঘ মেয়াদে দমিয়ে রাখা হয় তখন বৃহত্তর জনগোষ্ঠী নিজ নিজ স্বার্থ রক্ষা করে বেচে থাকার একমাত্র উপায় বা স্রেয় মনে করে আর তখনই দেশপ্রেম নির্বাসিত হতে থাকে আর দেশ ভিত্তিক এমন গুরুত্ব পূর্ণ বিষয় গুলিকে অগ্রাহ্য করতে থাকে বোধ শক্তির অভাবে।
একমাত্র দেশপ্রেম ভিত্তিক ক্রিকেট খেলায় আমাদের প্রতি অন্যায় সিদ্ধান্ত হলে প্রতিবাদে একটি রাষ্ট্রকে ধুয়ে দিচ্ছি তবে এর বেশি কিছুই করতে পারি না বা করারও নাই এটা বরাবরই প্রমাণিত, মাথা নীচু করে মেনে নিতে হয়।
কিন্তু একটি রাষ্ট্রে সম্মান জনক ভাবে বেচে থাকতে হলে দরকার ভারসাম্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পাশাপাশি জনগোষ্ঠীর সঠিক,আদর্শিক ও প্রতিবাদী দেশপ্রেম এবং প্রতিনিয়ত বুকের মাঝে আমাদের ৭১ এর স্পিরিট রাখতে হবে,
তাই শুধু মাত্র বন্ধুত্বের উছিলায় এমন দেশকে নিয়ে হাবুডুবু না খেয়ে বৃহত্তর স্বার্থে নিজ দেশকে ভালবাসাই উত্তম, এবং এমন জাতি গঠন করতে হবে যেন কেউ চোখ তুলে তাকাতে না পারে..
প্রথম আলোর সংবাদ লিংকঃ
view this link
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮
md.zahir uddin বলেছেন: ক্ষমা !!! ভাই হাসালেন....ভারতে কে আমরা যা দিয়েছি তা মনে রাখতে হবে...আর বিনিময়ে যা পেয়েছি তা ভুলে যেতে হবে...
২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪
মোছাব্বিরুল হক বলেছেন: এটাই হবার ছিল। এবং হল শেষ পর্যন্ত। আজব দেশ, আজব দেশের মানুষ (আমরা)
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪
md.zahir uddin বলেছেন: কি আর বলিব, উন্নয়ন দেখিয়া, অবাক হইয়া মুখ বন্ধ সবার....
৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯
সনেট কবি বলেছেন: দুঃখ জনক
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৬
md.zahir uddin বলেছেন: দুঃখ শুধু আপনার একার নয় এটা সবার, শুধু একটি তাবেদারি দল ব্যতিত...
৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০
ফেনা বলেছেন: দেশে এখন আর সরকার নাই, নাই কোন রাজনৈতক ব্যক্তিত্ত। সবই হল কু... । লুট আর দু্নীতিই করতে জানে।
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮
md.zahir uddin বলেছেন: আছে ভাই উন্নয়নের সরকার বার বার দরকার....এত নিরাশ হবেন না...ভরসা রাখুন জাহাজ মার্কায়
৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই বিজেপি নেতা মুক্তিযুদ্ধে আমাদের বীরত্বের কথা জানে না। জানলে হুমকি দিতে সাহস পেত না।
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭
md.zahir uddin বলেছেন: মুক্তিযুদ্ধের বীরত্ব সে তো সেকেলে আর কুক্ষিগত হয়ে গেছে একটি দলের কাছে...আর দলটি হয়ে গেছে তাদের অধিনস্ত..
৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: সত্যিকার অর্থে আমরা ভালো নেই।
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩
md.zahir uddin বলেছেন: কে বললো ভাই ভাল নাই,
দেখেন না চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন....এমন উন্নয়ন বাংলাদেশ তো দুরের কথা পৃথিবীবাসী দেখে নাই...
৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমরা আশংকাজনক ছিলাম এখন বুঝতে পারছি।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪
রাকু হাসান বলেছেন: বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। অনন্ত ক্ষমা চাইতে হবে । এটা আমাদের সার্বভৌমত্বকে সরাসরি আঘাত করছে ।