| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্তবাবা
সে ডাকে আমাকে ... টিপ পড়ে ....
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংলাপের বায়বীয় প্রস্তাব দিয়েছেন। সরকার যখনি চাপে পরে তখন কোন না কোন মন্ত্রী এইরকম প্রস্তাব দিয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। আজও প্রধানমন্ত্রী তা করলেন। তিনি লিখিত বা সুনির্দিষ্ট প্রস্তাব দেননি, শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করতে তা করেছেন। আর এতেই দেখছি অনেক বিএনপি নেতা খুশীতে বগল বাজাতে শুরু করেছেন। তাদেরকে বলি শেখ হাসিনা সংলাপ করে বিরুধী দলের দাবি মেনে তত্ত্বাবধায়ক/অন্তর্বর্তী কারো হাতে ক্ষমতা ছেড়ে দিবেন এটা যে বা যারা মনে করেন বিএনপির মধ্যে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, এতদিনে যদি তারা আওয়ামীলিগের বা প্রধানমন্ত্রির স্টান্টবাজী বুঝতে না পারেন তাইলে রাজনীতি করার দরকার নাই। দেশনেত্রির কাছে আবেদন জরুরী ভিত্তিতে এই সকল অর্বাচিন নেতাদের মুখ বন্ধ করতে নির্দেশ দিন। সরকার চাপে পড়েছে তাই নতুন খেলা শুরু করেছে। ৪ ও ৫ তারিখের সমাবেশ নিয়ে ইতিমধ্যেই সরকারের লুজমোশন শুরু হয়েছে। এখন আন্দোলনে ছাড় দেওয়া রাজনীতিতে আত্নহত্যার শামিল।
০২ রা মে, ২০১৩ বিকাল ৪:০৩
আস্তবাবা বলেছেন: একমত। একদফা দিয়ে আবার পিছিয়ে যাওয়া যাবেনা। এখন এক দফার আন্দোলন চলছে। এটা কে ভিন্ন দিকে ঘুরাতেই হাসিনার চাল এটা।
২|
০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৪১
স্বাধীন শোয়েব বলেছেন: যেইগুলি বগল বাজাইব ধইরা নিতে হবে সেইগুলি নিশ্চিত ছুপা দালাল। শালার BAL...
০২ রা মে, ২০১৩ বিকাল ৪:০৫
আস্তবাবা বলেছেন: আসলে বিএনপিতে অনেকেই দায়িত্ব পায়, কিন্তু তাদের ্দলীয় আনুগত্য প্রশ্নাতীত নয়। এটা বন্ধ করতে না পারলে এরকমি হবে আরও বহুদিন।
৩|
০৩ রা মে, ২০১৩ রাত ৩:০৯
সরকার৮৪ বলেছেন: ১০০ ভাগ ঠিক
০৮ ই মে, ২০১৩ রাত ১২:১১
আস্তবাবা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ বিকাল ৩:১৫
নেয়ামূল হক বলেছেন: আগে পদত্যাগ পরে সংলাপ।