নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং চায়ের দোকানে, আড্ডায়, পথে ঘাটে, বাসের সিটে দেখি মানুষের মুখে মুখে রাজনীতিবিদদের প্রতি চরম ঘৃণা প্রকাশ হতে দেখছি। সংবাদপত্রে, ব্লগে, ফেসবুকেও এর ছড়াছড়ি। খবরের কাগজগুলোতে এই সমালোচনা যতটা না শালীন, এর চাইতে বহুগুণ অশালীন এবং নগ্ন বাইরের জন-সমাগমগুলোতে। এসব ভাষা শুনে মাঝে মাঝে লজ্জায় দৃষ্টি অবনত হয়ে আসে। ভাবি, এরাই কি আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকারগণ, যাদের আমরা ভালবেসে জাতির জনক, দেশপ্রেমিক আখ্যা দিয়েছিলাম? এরাই কি তাদের প্রতিনিধি, যাদেরকে আমরা ভালবেসে শেরে বাংলা, গণমানুষের নেতা বলে উপাধি দিয়েছিলাম? মাত্র তো কয়েকটা বছরের ব্যবধান। এর মধ্যে তাদের উত্তরাধিকারীরা তাদের অবস্থান এতটা নিচে নামিয়ে ফেলেছে?
রাজনীতিবিদ বলতে আজকে আমরা বুঝি চোর ডাকাতের সাক্ষাত প্রতিমুর্তি বলে। প্রবল ঘৃণা তাদের প্রতি মানুষের। কিন্তু অবাক হই, এই তারাই আবার ভোট এলে নাচতে নাচতে ভোর বেলায় ভোটকেন্দ্রে গিয়ে হাজির হয় ভোট দেওয়ার জন্য। টিভি পর্দায় দেখি আশি উর্দ্ধ বৃদধ বৃদ্ধা নাতিদের কোলে উঠে গিয়ে ভোট দিয়ে আসছেন। ৭০শতাঙশের বেশী ভোট কাষ্টি্ং হয়। এই অদ্ভুত কাণ্ডের ব্যাখ্যা আমার জানা নেই। তবে কি মানুষগুলোর মস্তিস্কে কোন স্মৃতিশক্তি অবশিষ্ট নেই। তারা কি সব ভুলে যায়?
কিঙবা এইসব আলোচনায় যারা রাজণীতিবিদদের প্রতি খিস্তি খেউর ছোটান, আসলে কি তারা ভোট দেন না?
যদি ভোট না-ই দেন, তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য তারা কোন পদ্ধতি চিন্তা করছেন, কিঙবা কোন পদ্ধতি আসা উচিত বলে মনে করছেন? এখানে যারা নেতানেতৃদের ঘৃণা করেন তারা জবাব দিবেন কি?
০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১
উড়োজাহাজ বলেছেন: একি কড়াই থেকে চুলায় পড়া নয়?
২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৯
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: টিভি পর্দায় দেখি আশি উর্দ্ধ বৃদধ বৃদ্ধা নাতিদের কোলে উঠে গিয়ে ভোট দিয়ে আসছেন। ৭০শতাঙশের বেশী ভোট কাষ্টি্ং হয়। এই অদ্ভুত কাণ্ডের ব্যাখ্যা আমার জানা নেই। তবে কি মানুষগুলোর মস্তিস্কে কোন স্মৃতিশক্তি অবশিষ্ট নেই। তারা কি সব ভুলে যায়?
কিঙবা এইসব আলোচনায় যারা রাজণীতিবিদদের প্রতি খিস্তি খেউর ছোটান, আসলে কি তারা ভোট দেন না?
আসলেও ব্যাপারটা বিস্ময়কর। আমার কাছে একটা জিনিস অবাক লাগে। অনেকে বিদেশ থাকে, অনেকে দেশে থেকেও থাকে সবচেয়ে ভাল জায়গায়, সবচেয়ে ভাল কাজ করে, তারা যা খুশি তাই বলতে পারে। কিন্তু এলাকার মানুষ, এত আনন্দে ভোট দিতে যায় কেন ? যায় ই যদি, তাইলে বাকি সময় কান্নাকাটি করে কেন ???
০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৫২
উড়োজাহাজ বলেছেন: আমার কাছে এর ব্যাখ্যা নেই। আমি বুঝি না।
৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০
মেহেদী হাসান '' বলেছেন: কোন নেতাই যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারে নাই। আফসোস!!
১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪
উড়োজাহাজ বলেছেন: আফসোস করে লাভ নাই। অন্তর্দৃষ্টি খুলুন।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৮
বাংগাল গাজী বলেছেন: এই কুলাঙ্গার গুলারে মানুষ প্রচণ্ড ঘৃনা করে। কিন্তু, পিঠ বাচাতে ভোট দিতে যায়, ভাবে অন্য দিকে হয়তো কম পুড়বে। শেষে দেখে পিঠ বাচাইতে গিয়া সামনে যে যন্ত্র তা পুড়ে শেষ।