নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

আসুন রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করি, সকলের মতামত চাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

রাজনীতি যারা পছন্দ করেন আর যারা করেন না, তারা সকলেই রাজনীতি দ্বারা প্রভাবিত। সকলেরই ক্ষতি কম-বেশি ক্ষতি হচ্ছে। কারো কারো আর্থিক অবস্থা হয়ত ভাল, দু-এক বছর নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু কেউ কেউ আছেন যাদের কাজ না করতে পারলে খাবার জোটে না। যাদের অবস্থা ভাল তাদেরকেও এই সমস্যায় চুপ করে বসে থাকলে চলবে না। কারণ, সেটা স্বার্থপরতা হিসেবে গণ্য হবে। মানুষ হিসেবে সাধারণ মানুষের মুক্তির জন্য কিছু করাটাও আপনার দায়িত্ব। তাই আসুন সংকট উত্তরণে আমরা কোন কিছু করতে পারি কি না তা নিয়ে আলোচনা করি। যদি আমরা সে রকম কিছু নাও করতে তবুও আমরা কিছু করতে চেয়েছিলাম মনে করে খানিকটা হলেও নিজেদেরকে প্রবোধ দিতে পারব। এখানে সবাই যার যার মতামত তুলে ধরতে পারেন। হয়তো এ থেকেও কোন একটা পথ বেরিয়ে আসতে পারে। রাজনীতিতে পক্ষ-বিপক্ষ আছে, দ্বন্দ্ব-সংঘাত আছে সেটা আমরা ভাল করেই জানি। সেই লড়াইয়ের বহুস্থানও রয়েছে। কিন্তু আমরা সমাধান বের করতে একটা উপায় খুজতে চাই। সেই কারণে এখানে কাউকে আক্রমণ করে মন্তব্য গ্রহণযোগ্য হবে না। আপনাদের মতামত তুলে ধরুন। দেখা যাক শেষ পর্যন্ত কিছু হয় কি না। আমি আশাবাদী এই কারণে যে, ব্লগারদের মধ্যেই রয়েছে দেশের সচেতন মানুষদের একটি বিশাল সংখ্যা। এদের মধ্যেই রয়েছে শিল্পী, সাংবাদিকসহ দেশের চিন্তাশীল মানুষ। সকলেই মতামত দিবেন বলে আশা করি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:

দেশে সিভিলওয়ার শুরু হয়েছে, এখানে রাজনীতির কিছু এখন নেই; 'অবরোধ', 'পেট্রোল বোমা' নিশ্চয় রাজনীতির অংশ নয়।

এগুলো বন্ধের জন্য সরকারকে বড় লাঠি নিয়ে নামতে হবে।

বোমা বন্ধ হলে, রাজনীতি করা যাবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১১

উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ। সিভিলওয়ার যদি শুরু হয়েই থাকে তবে আপনি কি মনে করেন আইনশৃঙ্খলাবাহিনী তা নিয়ন্ত্রণ করতে পারবে?
আপনার মতামত অনুযায়ী বিষয়টি কি এমন নয় যে এগুলো সন্ত্রাসী কার্যকলাপ- সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে লাঠি নিয়ে নামা?

সিভিলওয়ার বিষয়টির বিস্তৃতি আরো বড় নয়?

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

জাহিদ মজুমদার বলেছেন: @চাঁদগাজী-৯৬ সালের অবরোধ, ২০০৬ সালের ২৮ অক্টোবর কি রাজনীতির অংশ ছিল? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিকে সন্ত্রাসে নিয়ে গিয়েছে।

একজন ব্যক্তির ইচ্ছায় রাষ্টটি ধ্বংসের দিকে যাচ্ছে। একটি দেশ উন্নত হয় দেশের সমগ্র জনগোষ্ঠীর শ্রম-ঘামে-আত্মত্যাগে। ধ্বংস হওয়ার জন্য ১, ২ জনই যথেষ্ঠ। সাম্প্রতিক উৎকৃষ্ঠ উদাহরণ ইরাক, লিবিয়া। বর্তমানে বাংলাদেশ।

বিএনপির সন্ত্রাস নিয়ে ভিন্ন আলোচনা হতে পারে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, জাতিকে বিভাজন এবং ১৬ কোটি মানুষকে মুখোমুখি যুদ্ধাবস্থায় নিয়ে আসার জন্য একজন মাত্র ব্যক্তি দায়ী।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

উড়োজাহাজ বলেছেন: জাহিদ মজুমদার- আপনি কোনটাকে সমাধান মনে করেন? সেই সমাধানটা স্থায়ী সমাধান?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

রন৬৬৬ বলেছেন: Arrogant government and irresponsible opposition.

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

উড়োজাহাজ বলেছেন: বিকল্প কী হতে পারে বলে আপনি মনে করেন?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

জাহিদ মজুমদার বলেছেন: বাংলাদেশে এখন পর্যন্ত যত নির্বাচন নির্বাচন হয়েছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলোই সবচেয়ে কম বিতর্কিত হয়েছিল। যদিও সেসব নির্বাচনে হারার পর বিরোধীদল সূক্ষ্ম, স্থূল কারচুপির অভিযোগ তুলেছিল। কিন্তু দেশি-বিদেশী মিডিয়া এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা সর্বোপরি সাধারণ জনগণের মধ্যে নির্বাচন গ্রহণযোগ্য হওয়ায় বিরোধীদল অন্তত নির্বাচন নিয়ে কোন আন্দোলন করতে পারেনি।
বাংলাদেশের সিভিল সোসাইটিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটি সুষ্ঠু মাধ্যম হিসেবে দেখেছে। সুতরাং বাংলাদেশে এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই আপাত স্থায়ী সমাধান।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

উড়োজাহাজ বলেছেন: বিএনপিসহ ২০ দলীয় জোট এই দাবি নিয়েই এখন তাদের রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার সেটাকে আন্দোলন হিসেবে স্বীকার না করে সন্ত্রাস হিসেবে গণনা করছে। তাহলে এই পরিস্থিতিতে তাহলে আন্দোলন অব্যাহত রাখার পক্ষেই আপনার মতামত ব্যক্ত করছেন?
এই অবস্থায় আমরা কিন্তু কোন সমাধান দেখতে পাচ্ছি না। বিকল্প কোন পথ আপনার জানা আছে?

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: একটা সুষ্ঠু নির্বাচন দেশের শান্তি ফিরিয়ে আনতে পারে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

উড়োজাহাজ বলেছেন: এই পারস্পরিক নাছোড়বান্দা অবস্থায় নির্বাচনের প্রসংগটা বোধ হয় কল্পনা করতেই ভালো লাগবে।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

জাহিদ মজুমদার বলেছেন: লেখক-দেখুন এখানে কেউ হারতে চায় না। এখন বিএনপি যদি আন্দোলন প্রত্যাহার করে তাহলে সরকার বলা শুরু করবে বিএনপি ব্যর্থ, আন্দোলনের মুরোদ নেই ইত্যাদি। আবার সরকার যদি ক্ষমতা ছাড়ে তাহলে বিএনপি বলবে তাদের আন্দোলনে সরকারের পতন হয়েছে। এই ইগোর খেলায় কেউ হারতে চাচ্ছে না। সুতরাং দুদলের কাছে কোনো সমাধান আশা করি না।
কিন্তু আপনি আজকে হয়তো খেয়াল করেছেন, ইকোনমিস্টসহ দেশীয় কিছু মিডিয়াও সেনাবাহিনীর মাধ্যমেই সমাধান খুজছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

উড়োজাহাজ বলেছেন: হুম, আপনার মতামত জানলাম। আমিও ব্যক্তিগতভাবে দুই দলের বিকল্প নতুন কোন শক্তি মনে-প্রাণে কামনা করছি। কিন্তু আবার চিন্তা করছি সেটা যেন আবার কড়াই থেকে চুলোয় পড়ার শামীল না হয়। আমি চাচ্ছি কিছু ভাল মানুষ ক্ষমতায় আসুক যারা সবাইকে যার যার অধিকার ফিরিয়ে দেবে। রাজনীতির নামে মানুষ খুন, বিবাদ, অনৈক্য সৃষ্টি করার অধিকার কউকে দেবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ রাখবে। মানুষকে ধর্মহীন বানাবে না, আবার ধর্মান্ধও হওয়ার সুযোগ দেবে না। এ জন্য আমি ভারসাম্যযুক্ত নতুন শক্তি কামনা করছি। সেই শক্তিটি হোক জনগণ থেকে উঠে আসা শক্তি, জনগণের প্রচণ্ড ভালোবাসা পাওয়া শক্তি।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

মি. ফেসবুকিস্ট বলেছেন: মিডিয়া যতদিন ঘুমিয়ে থাকবে ততদিন দেশ শান্ত হবেনা।
বড় বড় ব্লগাররা কিছুই করতে পারতেছেনা এবং পারবেওনা।
মাথা ঠান্ডা রেখে নাটক দেখে যান।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৬

উড়োজাহাজ বলেছেন: মিডিয়া তো খাদ্য পাচ্ছে।

নাটক দেখছি। কিন্তু নিজেকে বিবেকের কাছে পরিষ্কার রাখতে পারছি না।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

ইসপাত কঠিন বলেছেন:

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৭

উড়োজাহাজ বলেছেন: জানি রে ভাই, কিন্তু ভাল মানুষদের ঐক্য না হলে এটা চলতে থাকবে।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
@ইসপাত কঠিন এ কি ছবি দেখালেনরে ভাই ???

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

ইসপাত কঠিন বলেছেন: এ কে এম রেজাউ করিম বলেছেন:
@ইসপাত কঠিন এ কি ছবি দেখালেনরে ভাই ??


ভাইরে, বাংলাদেশের প্রেক্ষাপটে এছবি কি তিল পরিমান মিথ্যা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.