নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূর্ণদৈর্ঘ্য জীবনকাহিনী।

আতাশ ভাই

আতাশ ভাই › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে এবার সিক্রেট মেসেজ চ্যাট করার সুযোগ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

মেসেঞ্জারে ‘সিক্রেট মেসেজ’- নামে একটি নতুন ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে একজন ইউজার গোপনে ব্যক্তিগত কথোপকথন চালাতে পারবেন। মেসেজগুলো নিজে থেকে মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাবে। এমনকি ফেসবুকের সার্ভারেও জমা থাকবে না। এ প্রক্রিয়ায় সেন্ডারের যে কোনো একটি ডিভাইস নির্বাচন করতে হবে। আর ‘disappear’ অপশনের মাধ্যমে ডিভাইস থেকে কথোপকথন ডিলিট হয়ে যাবে। তবে এখনও ভিডিও কিংবা জিআইএফের কোনও সুবিধা নেই এতে। ফেসবুকের মতে, অনেকেই তার অর্থনৈতিক কিংবা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য গোপন রাখতে চায় তার জন্যে এই ব্যবস্থা।

কিভাবে ‘সিক্রেট মেসেজ’ শুরু করবেন

মেসেঞ্জারের পেনসিল আঁকা আইকনের ওপরে ক্লিক করতে হবে। এবার ওপরে ডান পাশের ‘সিক্রেট’ অপশনে যেতে হবে। এবার যাকে মেসেজ করতে চান তাকে সিলেক্ট করুন। এখান থেকে চাইলে আপনি কতক্ষণ পর মেসেজটি ডিলিট হবে সে সময় টেক্সট বক্স থেকে সিলেক্ট করে দিতে পারেন। এর আগে গত জুলাইয়ে ফেসবুক তাদের মেসেজ আদান-প্রদানের জন্য মেসেঞ্জারের ‘সিক্রেট মেসেজ’ অপশন নিয়ে পরীক্ষা চালিয়েছে। তারা জানিয়েছিল, সীমিত আকারে সেবাটি চালু হলেও শিগ্রী সবার জন্য নিয়ে আশা হবে।
From,
bdnews2৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মনে হচ্ছে কোন পত্রিকার খবর সরাসরি কপি পেষ্ট করেছেন।যাই হোক,ভালো পোষ্ট ছিল।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

আতাশ ভাই বলেছেন: ধন্যবাদ দ্যা ফয়েজ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.