![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা থাকার ভিষন চাওয়া, যখন চারপাশে জনতার আনাগোনা। নির্জনতায় একা থাকার কিই বা আছে।
তপ্ত দুপুর,
যখন কাক গুলো তেষ্টায় আর্তনাদ করতে থাকে, এ গাছে ও গাছে, অথবা উত্তপ্ত কোন এক বাড়ির ছাদে।
তৃষ্ণার্ত চড়ুই পাখিটাও।
ঘুমের দেশে পাড়ি দেয়া ছেলেটা বেহুশ ঘুমে,
দুপুরের আবছা অস্পস্ট সপ্নে এপাশ ওপাশ অবশ দেহটি তার।
দুপুর তখন গড়িয়েছে।
ঘুম ভেঙে ছেলেটি নিঃসঙ্গ সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে খানিক্ষন মনের এদিক সেদিক ঘুরপাক খায়।
তার খুব আমি একা আমি একা বলে আহাজারি করে কাদতে ইচ্ছে করে,
সেই বাচ্চা ছেলেটির মত,
যার দুপুর বেলা ঘুমের শেষে কান্না থামানোর লোকের অভাব নেই
ছেলেটির খুব অসহায় লাগে,
কেদে কেটে বুক ভাসাতে ইচ্ছে হয়,
বাচ্চা ছেলেটির মত তার আসে পাশে কেও এসে জানান দেয় না,
আমরা আছি, আমরা আছি, তোমার সবাই আছে।
কেও নেই কেও নেই কম্পনে তার বুকের ভেতরের পুরোনো রঙিন দেয়ালের রঙ গুলো চটে যেতে থাকে
যে দেয়ালে সাতরঙা প্রজাপতির হাট বসতো একটা সময়।
নিজেদের রঙে রঙিন করে দেয়াল টা সাজিয়ে দিত মনের মত।
ঘুম শেষে এসব কথা ভাবতে ভাবতে বিকেলের ডাক নিয়ে আসে প্রকৃতি
ছেলেটির মনে কেও নেই কেও নেই ভাবনাটাও কেমন আবছা হয়ে আসে,
মিলিয়ে যেতে থাকে পশ্চিমের সুর্য্যের মত এক সময়।
এতক্ষন চুপচাপ ছেলেটার ভাড়ি কন্ঠে কোন এক প্রিয় গান বেসুরে গিত হয়।
মুছে যেতে থাকে তার কেও নেই কেও নেই নিঃশব্দ আর্তনাদ গভির থেকে।
২৫ শে জুন, ২০১৮ সকাল ৮:০৭
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:১৯
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।শুভ ব্লগিং!
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ আপু
৩| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ প্রকাশ। ভাল লাগল।
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৬
রাকু হাসান বলেছেন: শুভ ব্লগিং ,ধেরিতে জানালাম
১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ রাকু হাসান ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ রাত ১:৫৮
ওমেরা বলেছেন: শুভ ব্লগিং।