![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা থাকার ভিষন চাওয়া, যখন চারপাশে জনতার আনাগোনা। নির্জনতায় একা থাকার কিই বা আছে।
কে কথা কয় গাছের ডালে
ময়না আমি
করছ টা কি?
ভাবছি বসে
ভাববে ভাবো,করছ কেন গুটুর গুটুর,
ভাবছো টা কি আপন মনে
বলবো কেন?
বললে না হয় একটু আমায়
লাভ হবে কি?
একটু না হয় হলোই ক্ষতি
শুনবে যখন বলছি তবে
ভিষন খারাপ মন টা আমার
ভাবছি বসে করবো টা কি
করার কিছুই পাচ্ছি না তাই,
নিজের মনেই বলছি কথা,
যা ইচ্ছে তাই।।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:১৭
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ আপু
২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৭
কাইকর বলেছেন: সুন্দর কবিতা ++
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০০
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:২৩
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য।