![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা থাকার ভিষন চাওয়া, যখন চারপাশে জনতার আনাগোনা। নির্জনতায় একা থাকার কিই বা আছে।
সেদিন মন্দ বাসার দিন ছিলো,
রাগ নামক এক শয়তানি আবেগে তুমি আপ্লুত।
আমি কিছুই বলিনি,
বাপের বাড়ি বাপের বাড়ি বলে যখন তোমার মাথা খারাপের মত,
আমি তখন কিছুই বলিনি।
যাবে যাও, যাবেই তো।
আছেই তো ওই এক বাপের বাড়ি,
আমার মুখে খোটার বুলি,
সেই যে শুরু হলো
সেদিন মন্দ বাসার দিন ছিলো।
আমি কিছুই বলিনি,
প্রতিদিন কি ভালবাসার নাকি?
দুই একটা দিন হোক না এমন!!
ক্ষতি নেই এক বিন্দুও।
খুব রেগে ছিলে,
রাগ ছিলো স্যুটকেসের চেইন খোলার শব্দেও।
ও বেচারার কি দোষ।
তাও আমি কিছুই বলিনি।
জানি রাগ থাকবে না।
ভালবাসার দিন আসবে।
আসতেই হবে।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১২
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ কাওসার ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৫
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম। শুভ কামনা রইলো।