![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা থাকার ভিষন চাওয়া, যখন চারপাশে জনতার আনাগোনা। নির্জনতায় একা থাকার কিই বা আছে।
অল্প বিদ্যা মোটেও ভয়ঙ্কর নয়।
প্রথমে এটা মনে হয়েছিলো। তারপর আরেকটু ভেবে দেখলাম আসলে তা না। অল্প বিদ্যা ভয়ঙ্কর না ততক্ষন, যতক্ষন না আপনি সেই বিদ্যা নিয়ে ওস্তাদি করতে বসেন।
অর্থ্যাৎ,
অল্প বিদ্যা ভয়ঙ্কর তখন, যখন কোন অল্প বিদ্যান ব্যাক্তি তার বিদ্যাকে কাজে লাগিয়ে কোন বিষয়ে মাতব্বরি করতে যায়। এবং তার অর্জিত বিদ্যার সাথে কিছু নিজস্ব বোকা বোকা মত মিশিয়ে দেয় এবং সেই মত প্রতিষ্ঠা করার জন্য রিতিমত তর্কে জড়ায়। জড়ায় বললে ভূল হবে। একদম মাখামাখি পর্যায়ে যায়।
আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করি নয়।
ভয়ঙ্করি হলো সীমা লংঘন করা।
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
স্রাঞ্জি সে বলেছেন: সহমত ভাই।
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:০১
মৌরি হক দোলা বলেছেন: আসলে অল্পবিদ্যা ভয়ঙ্করি নয়।
ভয়ঙ্করি হল সীমালঙ্ঘন করা।
চমৎকার কথা। ভাবছি, ডাইরির পাতায় লিখে রাখব
যাই হোক, শুভ ব্লগিং সামুতে পথচলা সুন্দরতম হোক......
২৫ শে জুন, ২০১৮ রাত ৮:০৬
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২
কাওসার চৌধুরী বলেছেন: আপনার মতে সাথে একমত। বিশেষ করে শেষ দুই লাইন বেশি ভাল লেগেছে।
ইংরেজ লেখক আলেকজান্ডার পোপ (1688-1744) এই বিখ্যাত উক্তিটি করেন । আসলে এটি একটি কবিতার লাইন যার বাংলা অনুবাদ হলো অল্প বিদ্যা ভয়ংকরী । তিনি তার 'An Essay on Critisism' নামক বিখ্যাত কবিতায় বলেন 'A little knowledge is a dangerous thing'।
লেখায় লাইক দিলাম। শুভ কামনা রইলো।