![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা থাকার ভিষন চাওয়া, যখন চারপাশে জনতার আনাগোনা। নির্জনতায় একা থাকার কিই বা আছে।
একশ ভাগ পরিপক্কতা (Maturity) আসলে চেহারা বা বয়সের সাথে আসে না।
এটা সবচেয়ে খারাপ অবস্থার (Worst situation) মধ্য দিয়ে ফিল্টার হয়ে আসে।
মনে করুন আপনি বাচ্চা (Immature)। ভাজা মাছটিও উলটে খেতে জানেন না।
আপনি যদি কোন খারাপ অবস্থার মধ্য দিয়ে একপাক ঘুরে আসেন, তাহলে আপনি ফিল্টার হয়ে সেই বিষয়ে পরিপক্ক (Matured) হয়ে যাবেন। ভাজা মাছ তখন আর উলটে খেতে হবে না। আপনি কাটা সহ কচ কচ করে খেয়ে ফেলতে পারবেন।
এটা কে অভিজ্ঞতা ও বলা যায়। তার মানে দাড়াচ্ছে, যে যত অভিজ্ঞ সে তত পরিণত। বয়সের সাথে বেশ খানিকটা ম্যাচ্যুরিটি আসে তবে চেহারার সাথে মোটেও না।
৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:২৯
রোকনুজ্জামান খান বলেছেন: ভাল লিখেছেন একদম বাস্তব কথা ।
সময়ের সাথে তাল মিলিয়ে যেমন পরির্বতন আসে ......
তেমনি বয়সের সাথে তাল মিলিয়ে Mature হতে হয়....
আমার ব্লগে এক বার ঘুরে আসার অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরণাই আমাদের মত নতুন ব্লগার দের এগিয়ে যেতে সাহায্য করবে ।
@ধন্যবাদ