নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেও কারো

কে এম আতাউর রহমান আকাশ

একা থাকার ভিষন চাওয়া, যখন চারপাশে জনতার আনাগোনা। নির্জনতায় একা থাকার কিই বা আছে।

কে এম আতাউর রহমান আকাশ › বিস্তারিত পোস্টঃ

বাঙালির সেন্স অব হিউমর

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৮

গত কয়েকবছরে বাঙালির বিভিন্ন পরিবর্তনের মধ্যে তাদের রসবোধের পরিবর্তনটি অন্যতম। আর এর এতটাই পরিবর্তন হয়েছে যে এখন তারা যাই দেখুক, যে পরিস্থিতিতেই থাকুক, সেখানেই রস খুজে পায়।

তবে এর মধ্যে, দেশে পেয়াজের দাম বৃদ্ধি পেলে বাঙ্গদেশিওরা সবচেয়ে বেশি আনন্দিত হয়। ঘটা করে মিম বানায়, বিয়েতে পেয়াজ উপহার দেয়, দেশের প্রধানমন্ত্রী পেয়াজ ছাড়া রান্নার পরামর্শ দেয়, ইউটিউবারেরা পেয়াজ ছাড়া রান্নার রেসিপি নিয়ে হাজির হয়। কিছুটা নবান্নের উৎসবের মত। পেয়াজের মুল্য বৃদ্ধি উৎসব।

ডাক্তার পুলিশ আর ম্যাজিস্ট্রেটের তর্কেও এ জাতি বিরাট আনন্দ পায়। পেজ খুলে তাদের নিয়ে ইয়ার্কি করে। একজন আরেকজনের কাছে এই গল্প বলে তাদের গায়ে ঢলে পরে। সংবাদ কর্মীরা নতুন নতুন খবর পায়। বিভিন্ন উলটা পালটা শিরোনামে সেসব খবর অনলাইনে আপডেট করতে থাকে। কারো কারো মন আবার পুলিশকে আচ্ছা মত দিয়েছে বলে বেজায় খুশিতে নাচতে থাকে। এ যেন ছোট খাটো আরেকটি উৎসব।

এসব উৎসবে আমি সাধারণত শাকিব খানের " তোমার ওই নীল নীল চোখ" গান টার ভিডিও ক্লিপ দেখি।
শাকিব খান তিড়িং বিড়িং করে নাচে।
আমার খুব আনন্দ হয়।

"এমন অনেক সিরিয়াস ঘটনা আছে যেগুলোকে আমরা কমেডি হিসেবে গ্রহন করছি এবং এই সংকট নিরসনের পথ চিরতরে বন্ধ করে দিচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এইসব সামাজিক অবক্ষয়, মানুষের নীতিগত অবক্ষয়, সামাজিক সংকট গুলোকে কখনোই সমস্যা হিসেবে নিতে এবং সমাধান কিভাবে করতে হয় সেগুলো শিখবে না। কারন ইতিহাস ঘেটে তারা দেখবে তাদের আগের প্রজন্ম সমাধানের পথ না খুজে মজা করেই উড়িয়ে দিয়েছিলো।"

যাই হোক এসমস্ত অত্যন্ত দুঃখজনক ব্যাপারগুলিকে যে জাতি কমেডি হিসেবে গ্রহন করতে পারে তাদের সেন্স অব হিউমর এর নাম্বার আপনি ১০০ তে কত দেবেন?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.