নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাসমান মেঘ হতে বৃষ্টি হয়ে অবতরণ

আমি শুধুই মানুষ, কোন বিশেষণ নাই।

মোঃ আতিকুর রহমান (আকাশ)

আমি শুধুই মানুষ, কোন বিশেষণ নাই।

মোঃ আতিকুর রহমান (আকাশ) › বিস্তারিত পোস্টঃ

নষ্টালজিয়া

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৯

মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার দৃষ্টিভঙ্গি সহ কাজের ধরণ, চিন্তাচেতনা, ব্যস্ততার ধরণ, দেশ-ঠিকানা অনেক কিছুই পাল্টায় এবং সেটাই স্বা্ভাবিক। যার কারণে শৈশবের ভাবনার সাথে কৈশরের বা কৈশরের সাথে প্রাপ্ত বয়স্ক অবস্থায় করা চিন্তার মধ্যে যে পার্থক্য তা আমাদের সবার মাঝেই একটা ভিন্ন অনুভূতির সৃষ্টি করে। হাজারো কাজে ব্যস্ত জীবন, সবার কাছে কঠোর ব্যক্তিত্বের পরিচিতি বা সামাজিক অবস্থান ছাপিয়ে মাঝে মাঝেই মনের ভিতর উঁকি মারে শৈশব বা কৈশরের স্মৃতি। হয়তো বিষয়গুলো খুব সাধারণ কিন্তু তার মাঝেই থাকে বিশেষ অনুভূতি। ব্যক্তির আবেগের রঙে রাঙানো থাকে বলেই সেগুলো ভুলে গেলেও মনের শোকেজে আজীবন সাজানো থাকে আর সুযোগ পেলেই সে স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করতে সবাই আমরা ভালোবাসি।
অনেক দিন হলো ইংরেজীতে একাডেমিক লেখালেখির বাইরে ব্লগে এসে কিছু লেখা হয়না। যার কারণে বাংলা লেখা আর সহজাত অনুভূতি চর্চাটাকে খুব মিস করছিলাম। তাই ক'দিন যাবতই ভাবছিলাম শৈশব-কৈশরের সরলতার গন্ধমাখা স্মৃতিগুলোকে ডিজিটাল রুপ দিলে কেমন হয়। হয়তো অনেকেরই ভালো লাগবেনা কিন্তু দু'য়েক জনের ভাবনার সাথেতো মিলেও যেতে পারে; নাড়া দিতে পারে কারো আবেগে... সকালবেলা বেডে শুয়েই ভাবলাম, নাহ্ আজ থেকেই শুরু করতে হবে। সমস্যাটা হলো দীর্ঘদিন বিরতি দিয়ে লিখতে বসলে লেখার মধ্যে কেমন জানি একটা ব্যক্তি কেন্দ্রিকতা ভর করে। আর যে সব পাঠকগণ তাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটা পড়েন এবং ব্যক্তিকেন্দ্রিকতার ছাপ দেখতে পান তারা বেশ বিরক্ত হন। তাই পাঠকরা এ লেখাটাতে তেমন কিছু পেলে এবং বিরক্ত হয়ে থাকলে আমি সত্যিই দুঃখিত।বিশেষ কারণে ইতোমধ্যে আমার কিছু পোস্ট ব্লগ থেকে মুছে ফেলতে হয়েছে যেগুলোতে অনেক পাঠক তাদের মূল্যবান লাইক, কমেন্ট দিয়েছিলেন। আমি সে সব পাঠক, বন্ধু, সহকর্মীদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একজন সাধারণ ব্লগার হিসেবে আশা করছি যে, যে বিষয়গুলো নিয়ে আগামীতে লিখতে চাচ্ছি সেগুলো আপনাদেরকে স্পর্শ করতে পারবে এবং দীর্ঘবিরতির পরও আপনাদেরকে ব্লগে পাশে পাবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.