নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাসমান মেঘ হতে বৃষ্টি হয়ে অবতরণ

আমি শুধুই মানুষ, কোন বিশেষণ নাই।

মোঃ আতিকুর রহমান (আকাশ)

আমি শুধুই মানুষ, কোন বিশেষণ নাই।

মোঃ আতিকুর রহমান (আকাশ) › বিস্তারিত পোস্টঃ

PhD, made in Bangladesh

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৭

দেশের পত্র-পত্রিকাগুলোতে উচ্চ শিক্ষার বেহাল অবস্থা নিয়ে খবর ইদানিং হর হামেশাই দেখা যায়। বেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় পিএইচডি গবেষণারত আমাদের এক সহকর্মীর ফেইসবুক পেইজ থেকেই জেনেছিলাম যে, বাংলাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলোতে নাকি এরকম ভূয়া পিএইচডি ডিগ্রীধারীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তিনি তখন আক্ষেপ করে লিখেছিলেন, আহারে! দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে এরকম ভূয়া পিএইচডিধারী বা প্রত্যাশীরা কি জানে যে কতটা পরিশ্রম, কষ্ট আর ত্যাগের বিনিময়ে বিদেশে এই ডিগ্রী প্রদান করা হয়, তারা হয়তো অনুমানও করতে পারবেনা যে বিদেশ থেকে অর্জিত প্রতিটি পিএইচডির সাথে জড়িয়ে আছে কত নির্ঘুম রাত, ন্যাক পেইন, ব্যাক পেইন আর কত গল্প। আরেক সহকর্মী এ ডিগ্রী অর্জনের পরিশ্রম সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেছিলেন, PhD= Permanently Head Damage. যাহোক, পত্রিকার এসব খবর, অভিজ্ঞ সহকর্মীদের কথা আর নিজের উপলদ্ধি থেকে মনে হলো, সরকার এসব ভূয়া পিএইচডিধারী বা প্রত্যাশীদের প্রতিরোধে একটা ভালো ব্যবস্থা নিতে পারে। তাহলো, এদেরকে সনাক্ত করে তাদের নামের আগে ড. টাইটেল লাগানোর মহৎ স্বপ্নকে (যদিও মিথ্যা) সম্মান জানিয়ে শাস্তি হিসেবে তাদেরকে সত্যি সত্যিই কোন বিদেশী বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারে। পাঠানোর পরে তাদেরকে বাধ্যতামূলক ভাবে প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা করে উচ্চতর ক্যালকুলাস, পদার্থবিদ্যা, পরিসংখ্যান, ম্যাটলেব বা ফোরট্রান এর মতো কম্পিউটার প্রোগ্রামিং এর ক্লাসে বা ল্যাবে কাজ করানো, impact factor 3 এর উপর এমন জার্নালে বছরে কমপক্ষে ২টি করে গবেষণাপত্র প্রকাশ করানো আর এসব বিষয়ের উপরে মাসে একটি করে সেমিনার দেওয়ানো উচিত। বছর খানেক পর যখন তারা স্বীকার করবে যে, PhD= Permanently Head Damage তখন তাদেরকে দেশে ফেরত পাঠানো যেতে পারে। আশা করা যায় উদাহরণ হিসেবে কয়েক জনের উপর এ শাস্তি প্রয়োগ করতে পারলে এরকম ভূয়া পিএইচডিধারী বা প্রত্যাশী এবং তাদের পরবর্তী কয়েক প্রজন্ম নামের আগে এই ছোট্ট টাইটেল লাগানোর অপচেষ্টার আগে কয়েক বছর চিন্তা করবে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.